E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ঈশ্বরদীতে ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার, বাসসহ ৩ জন আটক 

২০১৭ জানুয়ারি ৩১ ১৯:০৬:০৯
ঈশ্বরদীতে ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার, বাসসহ ৩ জন আটক 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ভেড়ামারার প্রাগপুর হতে ঢাকাগামী নেহা রাজধানী এক্সপ্রেসে পাকশী লালন শাহ্ সেতুর উপর অভিযান চালিয়ে পুলিশ ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সকাল দশটার দিকে এই অভিযান চালায়। থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানের সময় পাকশী পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহীদুল ইসলাম এবং এসআই দেওয়ান মো: আলমগীর হোসেন এসময় উপস্থিত ছিলেন।

ওসি জানান, চালকের পায়ের সামনে ইঞ্জিন কভারের নীচে বিশেষ কায়দায় ওই ফেন্সিডিল বহন করা হচ্ছিল। মাদকের এই চোরাচালানের সাথে বাসের চালক সুমন শেখ, সুপারভাইজার শরিফুল ইসলাম এবং হেলপার শহীদুল্লাহ জড়িত বলে তিনি জানিয়েছেন। এজন্য তাদের এবং বাসটিকে আটক করা হয়েছে। বাসের নম্বর ঢাকা মেট্রো গ ১৪-৮৭৫৪। এঘটনায় থানায় মামলা হয়েছে।

এদিকে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির এটিএসআই মতিয়ার রহমান ৪৭ পিস ইয়াবাসহ সোহেল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোহেল ঈশ্বরদী শহরের জাকির প্লাজা মার্কেটের সিনথিয়া সুজ-এর মালিক বলে থানা পুলিশ জানিয়েছে।

(এসকেকে/এএস/জানুয়ারি ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test