E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিশোরগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষ

২০১৭ অক্টোবর ৩০ ২২:০৮:৪৬
কিশোরগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষ

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করেছে উপজেলা চেয়ারম্যানের সমর্থকরা। এ সময় মিছিলের চেষ্টা করলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় পুলিশসহ ছয়জন আহত হয়েছে। আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রেনুর সমর্থকরা থানাঘাট রোড দিয়ে লগি-বৈঠা নিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে জনসভাস্থলে প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে তা ভেঙে ভেতরে চলে আসলে প্রতিপক্ষ স্থানীয় এমপির সমর্থক যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ধাওয়া দেয়। এতে সংঘর্ষ বেধে যায়।

পাকুন্দিয়া পৌর সদরের ঈদগাহ মাঠে একেই সময় আওয়ামী লীগের দুই গ্রুপের সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। রোববার রাত ১০টা থেকে অনিদিষ্টকালের জন্য পৌর সদর ও আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ রয়েছে।

(ওএস/পিএস/অক্টোবর ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test