E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাসে আগুন

ফেনীতে বিএনপির ১৩ নেতা-কর্মী আটক

২০১৭ নভেম্বর ০২ ১৩:৪৮:৪৮
ফেনীতে বিএনপির ১৩ নেতা-কর্মী আটক

ফেনী প্রতিনিধি : ফেনীতে বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার গাড়িবহরের পাশে বোমার আগুনে দুটি বাস পুড়ে যাওয়ার ঘটনায় বিএনপর ১৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- সোনাগাজী পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল, ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর বাবুল ও ফুলগাজী উপজেলা ছাত্রদলের সভাপতি কামাল হোসেনসহ ১৩ জন। এর আগে বুধবার ফেনী মডেল থানা পুলিশের এসআই নুরুল হক এ ঘটনায় দলটির ২৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ফেনী মডেল থানা পুলিশের ওসি রাশেদ খান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গাড়িবহর নিয়ে ঢাকায় ফেরার পথে মঙ্গলবার বিকেলে ফেনীর মহিপাল পার হওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বোমা মেরে দুটি বাস পুড়িয়ে দেয় সন্ত্রাসীরা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, এ ঘটনায় ৬ ব্যক্তিকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করে ও স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে নাশকতা সৃষ্টিকারীদের এই মামলায় আসামি করা হয়।

এদিকে আটক যমুনা বাস কোম্পানির পরিচালক আবুল কাশেম মিলন ও চালক আবদুল মালেক, চৌদ্দগ্রাম ট্রান্সপোর্টের মালিক চন্দন ভূমিক ও চালক হারুনুর রশিদ, ফাজিলপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নূরে সালাম মিলন ও পেয়ার আহাম্মদকে এই মামলার আসামি দেখিয়ে সন্ধ্যায় ফেনী সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হয় এবং রিমান্ড চায় পুলিশ। পরে তিনি আসামিদের কারাগারে পাঠান।

(ওএস/এসপি/নভেম্বর ০২, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test