E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় ইউসিবি ব্যাংকের উদ্যোগে কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ

২০২৪ মে ০৩ ১৮:৩৮:৫২
কাপাসিয়ায় ইউসিবি ব্যাংকের উদ্যোগে কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : কৃষির সমৃদ্ধিতে ইউসিবি এগ্রো সি এস আর প্রকল্পের ২০২৩-২৪ ভরসার নতুন জানালা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (পিএলসি) আয়োজনে কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  দিনব্যাপী বরুন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে গাজীপুর জেলার কাপাসিয়া, কালীগঞ্জ, শ্রীপুর , কালিয়াকৈর, গাজীপুর সদর উপজেলার ১৮৪ জন প্রাণিসম্পদ মৎস্য ও কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেয়া হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান, বিটিভি কৃষি তথ্য বিশ্লেষক মাটি ও মানুষ উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক ।

হেড অফ এজেন্ট ব্যাংকিং বজলুল হাবিব ভূঁইয়া, হেড অফ মার্কেটিং এজেন্ট ব্যাংকিং নাজমুস সাদাত,হেড অফ এস এম ই ব্যাংকিং মোঃ মহসিনুর রহমান। ট্রেইনার ছিলেন আহমদুল, মৃণাল চন্দ্র, সাইফুল ইসলাম, চিরঞ্জন সাহা ,রোকন উদ্দিন, মাহফুজুর রহমান।

এ দিকে স্থানীয় স্থানীয় সাংবাদিকদের নিউজটি কভার দেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় কিন্তু যথা সময়ে সাংবাদিকরা প্রশিক্ষন স্থালে গেলেও তাদের বসার কোন কোন জায়গা দেয়া হয়নি। এমন কি একটি পানির বোতল চাইলে তা দেয়া হয়নি বলে ও অভিযোগ রয়েছে। লাখ টাকা খরচ করে অনুষ্ঠানটি করার পর ও সাংবাদিকদের একটি পানির বোতল দিয়ে আপ্যায়ন করা হয়নি।

ইউসিবি ব্যাংক কর্মকতাদের এমন আচরণ উপস্থিত সকল সাংবাদিকরা অবাক হয়েছেন বলে একাধিক সাংবাদিক জানিয়েছেন। এ ব্যাপারে কাপাসিয়া ইউসিবি ব্যাংক কাপাসিয়া শাখার ব্যবস্থাপককে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেনি।

(এসকেডি/এএস/মে ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test