E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত

২০১৪ জুলাই ০২ ১৬:৫১:০৬
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি : ‘অন্ন, বস্ত্র, বাসস্থান, মাছ চাষে সমাধান’-এ শ্লোগানে বুধবার শেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। ডিসি’র বাংলো পুকুরে পোনা মাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন সপ্তাহব্যাপী নানা কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ উপলক্ষ্যে সকালে শহরের নিউমার্কেট মোড় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মৎস চাষী ও মৎস্যজীবীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মোস্তফা আকন্দ। অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হানিফ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইষলাম খান, সফল মৎস্য চাষী ওসমান গণি, খামারবাড়ীর উপ-পরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা তথ্য কর্মকর্তা মো. জালাল উদ্দিন, প্রেসক্লাব সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ বক্তব্য রাখেন।

(এইচবি/এটিআর/জুলাই ০২, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test