E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে হানাদার মুক্ত দিবস পালিত

২০১৭ ডিসেম্বর ০৩ ১৭:১৬:০৯
ঠাকুরগাঁওয়ে হানাদার মুক্ত দিবস পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধি : উৎসব মূখর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানান কর্মসূচির মধ্যদিয়ে আজ রবিবার ঠাকুরগাঁওয়ে পাকিস্তানী হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে সকাল ১১টায় জেলা উদীচী শিল্পী গোষ্ঠী, জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা ইউনিট যৌথ আয়োজনে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক পৌর মেয়র আকবর হোসেন।

পরে র‌্যালিতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার ফারহাত আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার বদিউদ্দৌজা বদর, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি সেতারা বেগম প্রমুখ।

র‌্যালিতে ঠাকুরগাঁও ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলসহ বিভিন্ন সংগঠন অংশ গ্রহন করেন। বিকেলে উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালের এইদিনে ঠাকুরগাঁও মহকুমা প্রথম শক্রমুক্ত হয়। ২ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধারা পাক বাহিনীকে হটিয়ে ঠাকুরগাঁও শহর দখল করে নেন এবং ৩ ডিসেম্বর সকালে আপামর জনগণ শ্লোগান নিয়ে ঠাকুরগাঁওকে পাকহানাদার মুক্ত ঘোষণা দিয়ে শহরে বিজয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উল্লাস করেন।

(এফআইআর/এসপি/ডিসেম্বর ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test