E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জিএম কৃষি অফিসে কমিটির মেম্বারকে পিটিয়ে আহত করলেন ঠাচিক ইউনিয়ন সেক্রেটারী

২০১৭ ডিসেম্বর ২৬ ১৬:১৯:১৮
জিএম কৃষি অফিসে কমিটির মেম্বারকে পিটিয়ে আহত করলেন ঠাচিক ইউনিয়ন সেক্রেটারী

ঠাকুরগাঁও প্রতিনিধি : অফিস চলাকালীন সময় ঠাকুরগাঁও সুগারমিলস্ এর মহাব্যবস্থাপক কৃষি'র কার্যালয়ে দুইজন পিসির(আখ ক্রয়কারি) পোষ্টিং দেওয়াকে কেন্দ্র করে মিলের শ্রমিক-কর্মচারি ইউনিয়ের সদস্যর সাথে সাধারণ সম্পাদক ও বাংলাদেশ চিনি শিল্প ফেডারেশনের সভাপতি আ: কুদ্দুসের হাতাহাতির ঘটনা ঘটেছে।এতে গুরুতর আহত হয়েছেন মসলিম মেম্বার নামে এক শ্রমিক নেতা।

পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘনটাস্থলে এসে আহত শ্রমিক নেতাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

মিলসুত্রে জানা যায়, মিলের চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার জন্য ডিসেম্বরের ১৩ তারিখে দুইজন পিসি(আখ ক্রয়কারি)'র পোষ্টিং নিয়ে মহব্যবস্থাপক কৃষি'র অফিসে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন শ্রমিক ইউনিয়নের মেম্বার মসলিম ও শ্রমিক ইউনিয়নের সা:সম্পাদক এবং শ্রমিক ফেডারেশনের সভাপতি আ: কুদ্দুস।বাক-বিতন্ডার এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়,এতে গুরুতর আহত ও লাঞ্ছিত হন মসলিম মেম্বার।

এদিকে আহত শ্রমিক নেতা মসলিম এ ঘটনার বিচার চেয়ে সদর থানায় এজহার দাখিল করলেও তা আমলে নেয়নি পুলিশ এমন দাবি করেছেন আহত শ্রমিক নেতা।

তিনি বলেন, ঘটনার দিন মিলের সেক্রেটারি আ: কুদ্দুস দুইজন পিসির পোষ্টিং নিয়ে জিএম কৃষি মহোদয়ের সাথে খারাপ আচরণ করলে আমি এর প্রতিবাদ করি।এতে তিনি ও তার সহযোগিরা ক্ষুদ্ধ হয়ে আমাকে মারপিট করে।এ ঘটনার সুষ্ঠ বিচারের আশায় আমি মিলের এমডি,শ্রমিক ইউনিয়ন ও থানায় লিখিত অভিযোগ দিয়েছি।কিন্তু সকলেই অভিযোগ আমলে নিলেও থানা পুলিশ তা আমলে নেয়নি। আমি এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্ত শ্রমিক নেতা আ: কুদ্দুস বলেন, দুইজন পিসির পোষ্টিং দেওয়াকে কেন্দ্র করে মসলিম মেম্বার আমার সাথে খারাপ আচরণ করে।এতে মিলের বিক্ষুদ্ধ শ্রমিকরা তাকে লাঞ্ছিত করেছে।তাছাড়া মসলিম মেম্বার মিলের শ্রমিক ইউনিয়নের সমাজ কল্যাণ সম্পাদক জগদিশের গায়ে হাত তুলেছিলেন।

বিষয়টি জানতে মিলের শ্রমিক ইউনিয়ের সভাপতি উজ্জল হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, একজন শ্রমিক নেতা হয়ে তিনি(কুদ্দুস) মিলের উর্দ্ধতন কর্মকর্তার কার্যালয়ে অশালীন আচরণ ও শ্রমিককে মারধর করতে পারেন না।তাই শ্রমিকের অভিযোগের প্রেক্ষিতে তাকে ইউনিয়নের গঠনতন্ত্রের নীতিমালা অনুসারে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে।তবে তিনি এখনও নোটিশের জবাব দেননি।

এ বিষয়ে মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস শাহী বলেন, পিসি পোষ্টিং দেওয়াকে কেন্দ্র করে শ্রমিক নেতাদের মধ্যে সামান্য ভূল বোঝাবুঝি হয়েছে।আশা করি দ্রুত তা সমাধান হয়ে যাবে।

(এফআইআর/এসপি/ডিসেম্বর ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test