E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাবনার সুজানগরে গণস্বাক্ষরতা অভিযান উদ্বোধন 

২০১৮ মার্চ ১১ ২৩:০০:১৯
পাবনার সুজানগরে গণস্বাক্ষরতা অভিযান উদ্বোধন 

পাবনা প্রতিনিধি : “মানবতা বিরোধীদের প্রতিহত করি। সন্ত্রাস ও জঙ্গীবাদকে না বলি। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ি।”- এই তিন প্রতিপদ্যার ওপর গতকাল শনিবার বিকেল থেকে পাবনার সুজানগরে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে।

স্থানীয় মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে গঠিত অতন্দ্র-৭১ এ স্বাক্ষরতা অভিযান শুরু করে। বিকেল ৫ টায় উপজেলার সাতবাড়িয়া ডিগ্রী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরতা উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহম্মেদ ফিরোজ কবির।

স্থানীয় মুক্তিযোদ্ধা শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ রেলওয়ের সাবেক যুগ্ম মহাপরিচালক মুক্তিযোদ্ধা এস কে হাবিবুল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যদেন, চরতারাপুরের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর জলিল বিশ্বাস, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, মানিকহাট ইউপি চেয়ারম্যান আমিনউদ্দিন খান প্রমুখ।

এ গণস্বাক্ষর অভিযানের আগে সচেতনতা মূলক একটি র‌্যালি সাতবাড়ীয়া ডিগ্রী কলেজ মাঠ প্রদক্ষিণ করে এবং গণ সাক্ষরতা অনুষ্ঠান পরবর্তী সন্ধ্যায় প্রজেক্টরের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(পিএস/এসপি/মার্চ ১১, ২০১৮)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test