E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জনগণের অধিকার ও জনপ্রতিনিধিদের দ্বায়িত্ব কর্তব্য বিষয়ক মতবিনিময় সভা

২০১৮ জুলাই ০৪ ১৬:৫৬:৪৮
জনগণের অধিকার ও জনপ্রতিনিধিদের দ্বায়িত্ব কর্তব্য বিষয়ক মতবিনিময় সভা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জনগণের অধিকার ও জনপ্রতিনিধিদের দ্বায়িত্ব কর্তব্য বিষয়ক স্থানীয় সরকার ব্যবস্থা কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে আগৈলঝাড়ার ১নং রাজিহার ইউনিয়ন পরিষদে শিক্ষা সফরে মতবিনিময় সভা করলেন খুলনা জেলার ডুমুরিয়া, রূপসা ও বৈঠাঘাটা ইউনিয়নের জনপ্রতিনিধিরা।

এনজিও হেলভেটার প্রকল্পের আওতায় গতকাল বুধবার সকালে আগৈলঝাড়া উপজেলার ১নং রাজিহার ইউনিয়ন পরিষদে দু’বারের নির্বাচিত চেয়ারম্যান ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে ইউপি চেয়ারম্যান, সচিব ও সদস্যদের মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল।

মতবিনিময় সভায় জনপ্রতিনিধিত্ব আইন ২০০০৯ এর উপর জনপ্রতিতিনিধিদের দ্বায়িত্ব, কর্তব্য ও জনগনের অধিকার বিষয় নিয়ে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শেখ মো. হাদি উজ জামান, সাধন অধিকারী, গাজী হুমায়ুন কবির, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, গৈলা ইউপি নব নির্বাচিত চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, প্যানেল চেয়ারম্যান মিনাক্ষি রায়, ইউপি সচিব সিদ্ধার্থ শংকর ব্যানার্জী, মো.ইব্রাহীম শেখ, বিজয় কুমার পাল, রমেশ চন্দ্র সানা, গৌতম পালসহ ইউপি সদস্যগন।

(টিবি/এসপি/জুলাই ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test