E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক

২০১৮ জুলাই ১২ ১৮:১৯:০৫
বরিশালে নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সমর্থনে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের চহটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে স্থানীয় জনতার উদ্দেশ্য বক্তব্য রাখেন মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। উঠান বৈঠকে মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচন পরিচলানা কমিটি গঠণ

সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্বাচন পরিচালনা কমিটি গঠণ করা হয়েছে। ১৪ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দরা হলেন-বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মাহবুব উদ্দিন আহম্মেদ বীর বিক্রম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, এ্যাডভোকেট আফজালুল করীম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট মুনসুর আহম্মেদ, আইনজীবী সমিতির সভাপতি ওবায়েদুল্লাহ সাজু, সাবেক ছাত্রলীগ নেতা তারিক বিন ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র মো. হারিছুর রহমান।

এছাড়া ছয় সদস্যর দপ্তর উপ-কমিটির প্রধান হলেন-জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট মুনসুর আহম্মেদ, প্রচার উপ-কমিটির প্রধান সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, গণমাধ্যম উপ-কমিটির প্রধান আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য গোলাম রাব্বানী চিনু। এছাড়া দলের পক্ষ থেকে গণমাধ্যমের সাথে কথা বলার দায়িত্ব পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল। আওয়ামী লীগের সদর রোডস্থ সোহেল চত্বরের দলীয় কার্যালয়কে প্রধান নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার ছাড়াও প্রধান কার্যালয়ের আরও তিনটি শাখা প্রচার ক্যাম্প স্থাপন করা হবে জানিয়েছেন গোলাম আব্বাস চৌধুরী দুলাল।

বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচলানা কমিটি গঠণ

সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ারের নির্বাচন পরিচলানা কমিটি গঠণ করা হয়েছে। মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং ৩০ ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠণ করা হয়। কমিটির প্রধান হয়েছেন মজিবর রহমান সরোয়ার এবং সদস্য সচিব করা হয়েছে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁনকে। এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির উল্লেখযোগ্যরা হলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা উত্তর বিএনপির সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদ, সাবেক সাংসদ আবুল হোসেন খান, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিজরুজ্জামান ফারুক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার। মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক তারিন জানান, সভায় সিদ্ধান্ত হয়েছে সদর রোডের অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন বিএনপির কার্যালয়কে প্রধান নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে। এছাড়া নির্বাচনী আচরন বিধি অনুযায়ী মেট্রোপলিটন পুলিশের তিন থানার অধীনে তিনটি নির্বাচনী কার্যালয় থাকবে।

সরোয়ারের অভিযোগ ভিত্তিহীণ বললেন সাদিক

সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণায় বিএনপির নেতাকর্মীদের বাঁধা দেয়ার অভিযোগ করেছেন ধানের শীষ মার্কার মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার। তিনি বলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বিভিন্নভাবে প্রচারণা চালানো বিএনপির নেতাকর্মীদের বাঁধা এবং হুমকি দিচ্ছেন।

সরোয়ার বৃহস্পতিবার সকালে গণসংযোগকালে আরও বলেন, নির্বাচনে টুকিটাকি সমস্যা হবে। এনিয়ে আমরা এখনও মাথা ঘামাচ্ছি না। তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে শংকা রয়েছে। বিএনপি’র মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার সদর রোডে গণসংযোগ শেষে পোর্ট রোডসহ নগরীর বিভিন্ন এলাকায় হ্যান্ডবেল বিলির মাধ্যমে গণসংযোগ করেন।

অপরদিকে নগরীর বর্ধিতাংশ রসুলপুরে গণসংযোগকালে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস সাংবাদিকদের কাছে বলেন, নির্বাচনী প্রচারণার তৃতীয়দিনে এখন পর্যন্ত কিছু হয়নি। তাছাড়া নির্বাচনে কিছু সমস্যা হবেই। সেই সমস্যাগুলো অতিক্রম করে আমরা নির্বাচনে জয়লাভ করবো।

আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ গনসংযোগকালে সাংবাদিকদের জানান, বিএনপির প্রার্থী যে অভিযোগ করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীণ। এরকম কোনো ঘটনা ঘটলে সেটা সবার আগে সাংবাদিকরাই জানবে।

সেরকম যদি কোনো খবর পেয়ে থাকেন তাহলে তার প্রমান দিতে অনুরোধ করে সাদিক আব্দুল্লাহ বলেন, নৌকা মার্কার গণজোয়ার দেখে প্রতিদ্বন্ধী প্রার্থীরা তার সমর্থকদের বিরুদ্ধে মিথ্যাচার শুরু করেছেন। তিনি আরও বলেন, নগরীতে বেকারত্ব নিরসনের জন্য আমি কাজ করবো। এটাই আমার প্রধান উদ্দেশ্যে। তাছাড়া তরুণদের জন্য ডিজিটালভাবে নানা ধরণের পদক্ষেপ গ্রহণ করা হবে।

(টিবি/এসপি/জুলাই ১২, ২০১৮)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test