E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘জিতলে আছি ঠকলে নাই, এটা বিএনপির পুরোনো বুলি’

২০১৮ জুলাই ১৬ ১৭:৩০:২৮
‘জিতলে আছি ঠকলে নাই, এটা বিএনপির পুরোনো বুলি’

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মূল প্রতিদ্বন্ধিতায় সর্বস্তরের ভোটারদের কাছে আলোচনার অগ্রভাগে রয়েছেন নৌকার প্রার্থী তরুন আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে উন্নয়নের প্রতীক নৌকার পক্ষে ততোই বেশি গণজোয়ারের সৃষ্টি হচ্ছে। 

নির্বাচন নিয়ে বিএনপির প্রার্থীর অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মুখপাত্র মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, বরিশালে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থাকার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ বরিশালে শতভাগ সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, বিগত দিনে নগরীতে কি উন্নয়ন হয়েছে তা সবাই জানেন। তাই নগরীর উন্নয়নের জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ৩০ জুলাইর নির্বাচনে নগরবাসী স্বতঃস্ফূর্তভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত করবেন বলে আমরা শতভাগ আশাবাদী।

পাল্টাপাল্টি অভিযোগ

সিটি কর্পোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে আচরনবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি ১০টি অভিযোগ দাখিল করেছেন আওয়ামী লীগ ও বিএনপি। তথ্যের সত্যতা নিশ্চিত করে সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোঃ হেলাল উদ্দিন খান বলেন, এ পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে ১০টির মতো লিখিত অভিযোগ পাওয়া গেছে। যারমধ্যে বেশিরভাগেই একে অপর প্রার্থীর বিরুদ্ধে আচরনবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। আবার মিছিল করা, হুমকি-ধামকি দেয়ার বিষয়টিও রয়েছে। তবে যাই হোক না কেন এর সত্যতা যাচাই করেই নির্বাচনী বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ ও জেলা প্রশাসনকে বলা হয়েছে। তারা বিষয়গুলো খতিয়ে দেখছেন।

অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, জিতলে আছি-ঠকলে নাই, এটা বিএনপির পুরনো বুলি। বিগত দিনের নির্বাচনে এই সিটি থেকে তারা (বিএনপি) যখন নির্বাচিত হয়েছেন তখনও কিন্তু আওয়ামী লীগ সরকারই ক্ষমতায় ছিলো। তখনও তারা নির্বাচনের মাঠে এখনকার মতো একইভাবে নানান কথা বলে অভিযোগ তুলেছেন। কিন্তু যখন তাদের প্রার্থী নির্বাচিত হয়েছেন তখন কথা পরিবর্তন করে সুষ্ঠ নির্বাচনের কথাই তারা বলেছেন।

তিনি আরও বলেন, বিএনপির প্রার্থীর স্ত্রী প্রচারনায় নেমে আমাদের কর্মী-সমর্থকদের হুমকি দিয়েছেন। এছাড়া আরও বেশ কিছু ঘটনা ঘটিয়েছে। যা নিয়ে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া তারা যে বাঁধা-বিপত্তির কথা বলছে, পারলে তার একটা ঘটনা প্রমান করুক। বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, মিথ্য অভিযোগ করা বিএনপির অভ্যাসে পরিনত হয়েছে। আমরা নির্বাচন কমিশনের সকল আইন কানুন মেনেই প্রচার-প্রচারনা চালাচ্ছি। উল্টো বিএনপির প্রার্থী প্রতিদিনই আইন অমান্য করে সদর রোডসহ বিভিন্নস্থানে মিছিল বের করেন। তারা বিভিন্ন ওয়ার্ডে নৌকার পোস্টার ছিড়ে ফেলছে।

এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেন, সরকার ও নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে সুষ্ঠ নির্বাচনের কথা। অথচ আমরা দেখছি সরকারী দল আইন মানছে না। তারা আইন ভঙ্গ করে মিছিল করছে, কিন্তু আমরা করতে গেলে প্রশাসন তাতে বাঁধা দিচ্ছে। আমাদের নেতাকর্মীদের হুমকি ধামকি দেয়া হচ্ছে। আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড তৈরি হোক।

(টিবি/এসপি/জুলাই ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test