E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মান্দায় ঈদকে সামনে রেখে পুলিশের আটক বাণিজ্য

২০১৪ জুলাই ১৯ ১৭:৩৮:৪২
মান্দায় ঈদকে সামনে রেখে পুলিশের আটক বাণিজ্য

নওগাঁ প্রতিনিধি : আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নওগাঁর মান্দা থানা পুলিশ আটক বাণিজ্য শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাদক সেবনের অভিযোগে বৃহস্পতিবার একজন এবং হামলা, মারপিট ও লুটপাটের মামলায় শুক্রবার আরেক ব্যক্তিকে আটক করা হলেও গভীর রাতে থানা থেকে তাদের ছেড়ে দেয়া হয়। অভিযোগ উঠেছে, মোটা অংকের টাকা নিয়ে আটককৃতদের থানা হাজত থেকে ছেড়ে দিয়েছে পুলিশ।

এদিকে শনিবার সকালে কোনো কারণ ছাড়াই বকুল হোসেন নামে আরো এক যুবককে থানা হাজতে আটকে রাখা হয়েছে। ১২ ঘন্টা পেরিয়ে গেলেও তার বিরুদ্ধে কোনো মামলা দেয়া হয় নি। বকুলকেও টাকা নিয়ে ছেড়ে দেয়ার পাঁয়তার করছে পুলিশ। তবে, আটক বানিজ্যের অভিযোগ অস্বীকার করেছেন থানার ভারপ্রাপ্ত আব্দুর রাজ্জাক।

জানা গেছে, উপজেলার ভারশোঁ ইউনিয়নের পৈতা আশ্রয়ন প্রকল্প সমবায় সমিতির উন্নয়নকল্পে আয়োজিত আনন্দ মেলার যাত্রা প্যান্ডেলে ২৭ মে রাত দুইটার দিকে হামলা, ভাংচুর, মারপিট ও টাকা লুটের ঘটনা ঘটে। ওই ঘটনায় মেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম (চিতল) বাদি হয়ে ৩জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

শুক্রবার দুপুরে এ মামলায় ভারশোঁ গ্রামের মৃত তনজেব আলী কবিরাজের ছেলে ইদ্রিস আলী বিশুকে আটক করে তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক শরীফুল ইসলাম। এরপর বিশুকে থানা হাজতে আটক রেখে গভীর রাত পর্যন্ত চলে দেনদরবার। এ সময় থানায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক ব্যক্তি জানান, রাতে বিশুর লোকজনের নিকট থেকে ৩০ হাজার টাকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।
এ ছাড়া বৃহস্পতিবার রাতে গাইহানা গ্রামের মৃত ব্রজগোপাল সরকারের ছেলে শ্যামল কুমারকে নেশাগ্রস্থ অবস্থায় মোটরসাইকেলসহ আটক করে থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম ১।

উপপরিদর্শক সিরাজ দাবি করেন, শ্যামলের নিকট অস্ত্র রয়েছে এমন সন্দেহে তাকে আটক করা হয়েছিল। আটকের পর তল্লাশি চালিয়ে অস্ত্র পাওয়া না গেলেও তাকে থানা হাজতে আটক রাখা হয়। শুক্রবার বেলা ১১টার দিকে ১৫শ’ টাকা নিয়ে শ্যামলকে ছেড়ে দেয়া হলেও রেজিস্ট্রেশনবিহিন মোটরসাইকেলটি থানায় থেকে যায়। এদিন গভীর রাতে মোটা অংকের টাকা দিয়ে মোটরসাইকেলটি ছাড়িয়ে নিয়ে যায় শ্যামল।
অপরদিকে শনিবার ভোর ৫টার দিকে মেডিক্যাল মোড় এলাকা থেকে বকুল হোসেন (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশ।

আটক বকুল নওগাঁর মহাদেবপুর উপজেলার সাগরইল গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে। ফেনসিডিল বহনের অভিযোগে আটক করা হলেও তল্লাশি চালিয়ে তার কাছে কোনো কিছুই পাওয়া যায় নি। এরপরও ১২ ঘন্টা ধরে তাকে থানা হাজতে আটক রাখা হয়। স্থানীয়দের অভিযোগ, গভীর রাতে টাকা নিয়ে বকুলকেও ছেড়ে দেয়া হবে।

থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক টাকা নিয়ে আটককৃতদের ছেড়ে দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, স্থানীয় কিছু লোকজনের তদবিরে বিশুকে ছেড়ে দেয়া হয়েছে। শ্যামল ও তার ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং থানা হাজতে আটক বকুল বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হন নি। মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার নবজ্যোতি খীসা বিষয়গুলো খতিয়ে দেখবেন বলে জানান।

(বিএম/জেএ/জুলাই ১৯, ২০১৪)


পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test