E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ নিহত ৫ 

২০১৯ জুন ২৮ ১৫:২৫:০৭
বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ নিহত ৫ 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। 

শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কালিগঞ্জের গড়ইমহল ও আশাশুনি উপজেলার মাদ্রা গ্রামে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালিগঞ্জ উপজেলার গড়ইমহল গ্রামের আদম গাজীর বড় ছেলে আলামিন হোসেন (২২), ছোট ছেলে রবিউল ইসলাম (২০) ও আলামিনের স্ত্রী সাবিনা খাতুন (১৮), একইি উপজেলার বিজয়নগর গ্রামের হাকিম গাজীর ছেলে মুনছুর গাজী (৫০) এবং আশাশুনি উপজেলার মাদ্রা গ্রামের কবির সরদারের ছেলে জুয়েল সরদার (২৫)।

মৃতের স্বজনরা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় গড়ইমহল গ্রামের আদম গাজীর বড় ছেলে আলামিন হোসেন, ছোট ছেলে রবিউল ইসলাম ও আলামিনের স্ত্রী সাবিনা খাতুন নিজেদের বাড়িতেই অবস্থান করছিলেন। হঠাৎ তাদের ঘরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। একইভাবে শুক্রবার সকাল ১১টার তিকে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মুনসুর গাজী মারা যায়।

অপরদিকে, আশাশুনির মাদ্রা গ্রামের ঘের কর্মচারী জুয়েল সরদার বৃষ্টি শেষে বাড়ি থেকে বের হওয়া মাত্রই বাড়ির উঠানে বজ্রপাতে নিহত হন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ও আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম পৃথক এসব মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

(আরকে/এসপি/জুন ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test