E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও গভীর হবে : ভারতীয় হাই কমিশনার

২০১৯ সেপ্টেম্বর ২৪ ২৩:১৪:২৮
বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও গভীর হবে : ভারতীয় হাই কমিশনার

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ মঙ্গলবার দিনাজপুরের ঐতিহাসিক স্থাপনা নয়াবাদ মসজিদ, কান্তজীউ মন্দির পরিদর্শন করেছেন।

এ সময় তিনি দীপ্ত জীবন হাসপাতাল প্রাঙ্গনে সুধী সমাবেশে বক্তব্য রাখেন।পরে প্রতিবন্ধী, দুঃস্থদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন বিতরণ করেন।

মঙ্গলবার বিকাল ৩টায় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের সভাপতিত্বে দীপ্ত জীবন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী।

এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ ঐতিহাসিক নয়াবাদ মসজিদ, কান্তজীউ মন্দির ও মন্দিরেরস প্রবেশ পথে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে অবস্থিত সাঁওতাল বিদ্রোহ ও তেভাগা আন্দলোনের বিপ্লবীদের স্মরণে স্মারক ভাস্কর্য তেভাগা চত্বর পরিদর্শন করেন।

মন্দিরে প্রাঙ্গনেদিনাজপুর রাজদেবোত্তর এস্টেটের এজেন্ট অমলেন্দু ভৌমিকের সভাপতিত্বে ও সাংবাদিক চিত্ত ঘোষের সঞ্চালনায় ছোট্ট পরিসরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মনোরঞ্জন শীল গোপাল এমপি প্রধান অতিথি রিভা গাঙ্গুলী দাশকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি, ভারতীয় হাই কমিশনারের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) নবনিতা চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক জয়নুল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, দিনাজপুর সদর সার্কেলের এসপি সুশান্ত সরকার, বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারেস, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন, কাহারোল নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ, কাহারোল উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম প্রমূখ।

রীভা গাঙ্গুলি দাশ বলেন, ভারত বাংলাদেশের সম্পর্ক খুব ঘনিষ্ঠ। আগামীতে এই সম্পর্ক আরো গভীরতর হবে। আমাদের দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য রয়েছে। ভারতে বিদেশ থেকে যে পরিমাণ লোক যায়, তার মধ্যে বাংলাদেশর মানুষের সংখ্যা বেশি। গত বছর আমরা ১৫ লাখ ভিসা দিয়েছি। মানুষে মানুষে যে সম্পর্ক তা আমাদের দুই দেশের মধ্যে ব্যাপকভাবে রয়েছে। এক কথায় বাংলাদেশ-ভারত সম্পর্ক সোনলী অধ্যায়।

আসন্ন শারদীয় দুর্গাপুজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আগামীতে বাংলাদেশ ভারতের সম্পর্ক যাতে আরো গভীর হয় সে লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, আগামী এই সম্পর্ক আরও গভীর হবে যাতে করে দুই দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। বর্তমানে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এক স্বর্ণালী অধ্যায়।

তিনি বলেন, ভারত বিভিন্ন দেশ থেকে যে পরিমাণ মানুষ আসে তার চেয়ে বাংলাদেশীর সংখ্যা বেশি। গত বছরে প্রায় ১৫ লাখ বাংলাদেশীকে ভারতে গমনের ভিসা দেয়া হয়েছে। দুই দেশের সাংস্কৃতিক ধারাও এক। আগামীতে দুই দেশের সম্পর্ক যাতে আরও গভীর হয় সে লক্ষ্য নিয়ে আমাদেরকে কাজ করে যেতে হবে।

তিনি বলেন, আগামী মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাবেন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কথা হবে। চিলাহাটি থেকে সরাসরি ভারতের দার্জিলিং পর্যন্ত ট্রেন চলাচল করবে। ৬৫ সালের পূর্বে ভারত ও বাংলাদেশের যেসব এলাকা দিয়ে ট্রেন চলাচল ছিল সেসব লাইন দিয়ে পুনরায় রেল যোগাযোগ শুরু করার প্রক্রিয়া চলছে।

(এস/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test