E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্টগ্রামে স্কুলে সরস্বতী পূজার অনুমতি না পাওয়ায় সচেতন ছাত্র সমাজের মৌন প্রতিবাদ

২০২০ জানুয়ারি ৩১ ১৮:১৯:৫৩
চট্টগ্রামে স্কুলে সরস্বতী পূজার অনুমতি না পাওয়ায় সচেতন ছাত্র সমাজের মৌন প্রতিবাদ

চট্টগ্রাম প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এ বছরও ডাঃ খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে হিন্দু ধর্মালম্বী শিক্ষার্থীদের পক্ষে প্রাত: ও দিবা শাখার ১২শত শিক্ষার্থী বিদ্যালয় প্রাঙ্গনে সরস্বতী পূজা আয়োজনের অনুমতি না পাওয়ায় সচেতন ছাত্র সমাজ চট্টগ্রামের উদ্যোগে নগরীর ডা: খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মুখে মৌন প্রতিবাদ অনুষ্ঠিত হয়। 

শিক্ষার্থীরা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ৩ বছর ধরে আমরা সরস্বতী পূজার জন্য আবেদন করলেও পূজা করার জন্য অনুমতি দেননি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অধ্যক্ষ শাহেদা আক্তার। চট্টগ্রামের বিভিন্ন স্কুল-কলেজে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের বিদ্যালয়ে এমন সাম্প্রদায়িক মনোভাব প্রশ্নবিদ্ধ করেছে পুরো চট্টগ্রামকে।

সচেতন ছাত্র সমাজ, চট্টগ্রামের ব্যানারে ৩০ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় মৌন প্রতিবাদ করেছে সর্বস্তরের নেতৃবৃন্দ।

সচেতন ছাত্র সমাজ, চট্টগ্রাম-এর সচিব লিপটন দেবনাথ লিপু‘র সভাপতিত্বে মৌন প্রতিবাদ সমাবেশে একাত্মতা প্রকাশ করেন ইউনেস্কোর সদস্য মিলন কান্তি শর্ম্মা, অশোক চক্রবর্ত্তী, ডাঃ কথক দাশ, সুমন পাল, এড. রাজীব দাশ, মহুয়া ভট্টাচার্য্য, সঞ্জয় চক্রবর্ত্তী, জুয়েল আইচ, ইমন, অতীশ, সুদীপ্ত, শুভ,শাš‘নু, বাবুজিৎ, সবুজ বরণ, রাজবীর আকাশ, অপু, রাজেশ, প্রান্ত, জিসান, বিশাল, তুহিন, পায়েল, অভি, অভিষেক, তানভী প্রমুখ।

(পিএস/এসপি/জানুয়ারি ৩১, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test