E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহানবীকে নিয়ে ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে গৌরনদীতে বিক্ষোভ

২০২০ নভেম্বর ০৭ ১৭:২৭:১২
মহানবীকে নিয়ে ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে গৌরনদীতে বিক্ষোভ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনকারীদের বিরুদ্ধে বরিশালের গৌরনদীতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বয়াতে রাসুল (সাঃ) উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

শনিবার বিকেল ৩টা থেকে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে সুন্দরদী গাউছিয়া মাদ্রাসা প্রাঙ্গণে হাজার হাজার ধর্মপ্রাণ মুসুল্লী জড়ো হয়। বিকেল ৪টায় ঢাকা-বরিশাল মহাসড়ক হয়ে টরকী বন্দর মাধ্যমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

স্কুল মাঠে বিক্ষোভ সমাবেশ হিজবুর রাসুল (সাঃ) উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব এসএম আব্দুর রবের সভাপতিত্বে বক্তব্য রাখেন কামেল মাহামুদুর রহমান, গাউছিয়া আবেদীয়া সূন্নীয়া মাদ্রাসা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আল আমীন হোসেন, পৌর কাউন্সিলর সিকদার খোকন, হিজবুর রাসুল (সাঃ) উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুন সিকদার, যুগ্ম সম্পাদক মোঃ আমীর হোসেন, কোষাধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমীন সিকদার ও আব্দুল হাকিম সিকদারসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, অবিলম্বে সরকারের পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্টদুতকে তলব করে এর কঠোর প্রতিবাদ ও নিন্দা জানানোর আহবান জানান। পাশাপাশি ফ্রান্সের সকল পণ্য বর্জণ করার দাবী জানান তারা।

(টিবি/এসপি/নভেম্বর ০৭, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test