E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জলঢাকার মেয়র হলেন স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস 

২০২১ জানুয়ারি ৩১ ১৩:১৯:২২
জলঢাকার মেয়র হলেন স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস 

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় পৌরসভার নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী  মো. ইলিয়াস হোসেন বাবলু মেয়র নির্বাচিত হয়েছেন বেসরকারীভাবে। তিনি  নারিকলে গাছ প্রতীক নিয়ে ১৪ হাজার ৭৯৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। 

তার নিকটতম প্রতীদ্বন্দ্বীর থেকে তিনি ৪ হাজার ১৯০ ভোট বেশি পেয়েছেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ১০ হাজার ৬০৮ ভোট পান বিএনপি প্রার্থী বর্তমান মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট । অপরদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মোহসীন নৌকা প্রতীকে মাত্র ৭৬৫ ভোট পেয়েছেন।

এছাড়াও জাতীয় পাটি মনোনীত প্রার্থী মোছা. আফরোজা পারভীন লাঙ্গল প্রতীককে ৪৪ ভোট এবং দুই স্বতন্ত্র প্রার্থী মো. সাবিনা আক্তার মোবাইল ফোন প্রতীককে ১২২ ভোট ও জিয়াউর রহমান চৌধুরী জগ প্রতীককে ৫৮৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

ভোট গণনা শেষে শনিবার রাত পনে ১টার দিকে ওই ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম।

জলঢাকা পৌরসভা সাধারণ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল কমির বলেন,‘ সকাল ৮টা থেকে বিকার ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে মেয়র পদে নারিকল গাছ প্রতীক নিয়ে ১৪হাজার ৭৯৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াস হোসেন বাবলু। তার নিকটতম প্রতীদ্বন্দ্বী বর্তমান মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট ধানের শীষ প্রতীকে পেয়েছে ১০ হাজার ৬০৮ ভোট।

পৌরসভার মোট ৩৩ হাজার ৬৩৪ জন ভোটারের মধ্যে ২৭ হাজার ৩৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪১৪টি ভোট বাতিল হয়েছে। শতকরা ৮১ দশমিক ৩ শতাংশ ভোট পড়েছে বাক্সে।

(কে/এসপি/জানুয়ারি ৩১, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test