E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বগুড়ায় ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী তরুণ চক্রবর্তীর নির্বাচনী অঙ্গিকার 

২০২১ ফেব্রুয়ারি ২৫ ১৬:০৭:২৪
বগুড়ায় ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী তরুণ চক্রবর্তীর নির্বাচনী অঙ্গিকার 

বগুড়া প্রতিনিধি : বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আসন্ন বগুড়া পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ডে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাউন্সিলর পদপ্রার্থী (বর্তমান কাউন্সিলর) কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী ২৮ দফা নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। 

উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখে বগুড়া পৌরসভা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে ৩নং ওয়ার্ড বাসীর ভোটে পুনরায় নির্বাচিত হলে এলাকার উন্নয়নে যেসব কর্মপরিকল্পনা গ্রহণ করেছে তা তুলে ধরেন কাউন্সিলর পদপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্ত্তী।

তাঁর ব্যতিক্রমী নির্বাচনী অঙ্গীকার সমূহের অন্তর্গত- ১) ৩নং ওয়ার্ডে সকলের জন্য শিক্ষা নিশ্চিত ও বিদ্যালয়মুখীকরণে কর্মপরিকল্পনা গ্রহণ, ২) ৩নং ওয়ার্ডে শিশু-কিশোরদের সমস্যা সমাধানে কাউন্সিলরের সঙ্গে সরাসরি হট লাইনে যোগাযোগ ব্যবস্থা স্থাপন, ৩) শিশু-কিশোরদের প্রযুক্তিনির্ভর সৃজনশীল শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণ, ৪) ৩নং ওয়ার্ডের সকল বিদ্যালয়ে শিক্ষার্থীদের মননের বিকাশ ও সুস্থতা নিশ্চিতে বিশেষ উদ্যোগ, ৫) ৩নং ওয়ার্ডে বিদ্যালয়গুলোর শিক্ষার মান বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ, ৬) গণপাঠাগার বা লাইব্রেরি স্থাপন, ৭) নিরক্ষরতা দূরীকরণে নৈশ বিদ্যালয় স্থাপন, ৮) শিক্ষার্থীদের জন্য ফ্রী কোচিং বা বিনামূল্যে বিশেষ ক্লাসের ব্যবস্থাকরণ, ৯) বেকার সমস্যা দূরীকরণে কর্মমুখী বা কারিগরি প্রশিক্ষণসহ প্রয়োজনীয় ব্যবস্থাকরণ, ১০) ই-সেবা চালু বা তথ্য-প্রযুক্তি নির্ভর অনলাইন নাগরিক সেবা নিশ্চিতকরণ, ১১) কমিউনিটি রেডিও চালু, ১২) কবর খননকারী ও শবদেহ সৎকারে নিয়োজিতদের বিশেষ ভাতার উদ্যোগ, ১৩) চলমান বিভিন্ন ভাতা ভোগীর সংখ্যা বৃদ্ধিকরণের উদ্যোগ, ১৪) ওয়ার্ডের সকল মসজিদ-মাদ্রাসার সম্মানিত ইমাম, মোয়াজ্জেম এবং মন্দিরের পুরোহিতদের জন্য ভাতার উদ্যোগ, ১৫) পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতে বাস্তবমুখী জনসম্পৃক্ত কর্মসূচি হিসেবে (CBO) সিবিও-কে শক্তিশালীকরণ, ১৬) আধুনিক ভূ-গর্ভস্থ ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়ন, ১৭) এলাকাভিত্তিক মশক নিধনে কর্মসূচি গ্রহণ, ১৮) ময়লা/বর্জ্য ব্যবস্থাপনায় এলাকাভিত্তিক অধিক কার্যকরি কর্মসূচি গ্রহণ, ১৯) ওয়ান স্টপ সার্ভিসের আওতায় বিদ্যুৎ, পানিসহ বিভিন্ন সেবা সহজিকরণে এলাকাভিত্তিক ব্যবস্থা গ্রহণ, ২০) ওয়ার্ডে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জনসম্পৃক্ত পদক্ষেপ গ্রহণ, ২১) এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে সমগ্র ওয়ার্ড সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরার আওতাভুক্তকরণ, ২২) এলাকায় মাদক নির্মূলে জনসম্পৃক্ত কঠোর কর্মসূচি গ্রহণ, ২৩) ৩নং ওয়ার্ডে শরীরচর্চা ও খেলাধূলার পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, ২৪) ধর্মীয় সৌহার্দ বৃদ্ধিতে মসজিদ-মাদ্রাসা-ঈদগাহ, মন্দিরসহ ধর্মীয় স্থাপনা সমূহের উন্নয়ন, ২৫) জরুরী রক্তের প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদাতার তথ্যসমৃদ্ধ ই-ব্লাড ব্যাংক গঠন, ২৬) নারী সমাজের অগ্রগতিতে কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত, ২৭) প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ নাগরিক সেবা, ২৮) সমৃদ্ধ ৩নং ওয়ার্ড গঠনে জনপ্রতিনিধির সঙ্গে এলাকা ভিত্তিক "ত্রৈমাসিক মতবিনিময় সভা" আয়োজন।

তিনি এলাকাবাসীর অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উপস্থিত সাংবাদিক ভাইদের সহ সকলের সহযোগিতা কামনা করেন, কোন ভুল চোখে পড়লে তা জানিয়ে উপকৃত করার আহ্বান জানান। বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে নিজ প্রতিজ্ঞার কথা পুনর্ব্যাক্ত করেন। তিনি সকলের জ্ঞাতার্থে বলেন, পাঁচ বছর পূর্বে দেয়া নির্বাচনী সব প্রতিশ্রুতি তিনি পালন করেছেন এবং এবারও তার ব্যাতিক্রম হবে না। সব শেষে তিনি সকলকে ধন্যবাদ জানান।

(আর/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test