E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাংবাদিক মোজাক্কির হত্যার বিচারের দাবিতে বরিশালে সাত উপজেলার সাংবাদিকদের মানববন্ধন 

২০২১ ফেব্রুয়ারি ২৭ ১৮:৫১:৩০
সাংবাদিক মোজাক্কির হত্যার বিচারের দাবিতে বরিশালে সাত উপজেলার সাংবাদিকদের মানববন্ধন 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : “নোয়াখালীর সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির আমার ভাই” “হত্যাকারীদের গ্রেফতারপূর্বক ফাঁসি দেখতে চাই” শ্লোগানকে সামনে রেখে হত্যাকারীদের অনতিবিলম্বে চিহ্নিত করে গ্রেফতারপূর্বক ফাঁসির দাবিতে সাত উপজেলার কর্মরত সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা এগারটায় পেশাজীবী সাংবাদিকদের সংগঠন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে দু’ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তপন বসু, সাবেক সভাপতি কেএম আজাদ রহমান, মো. সাইফুল ইসলাম, বাবুগঞ্জের বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহম্মেদ মুন্না, কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি জহির খান, সাধারণ সম্পাদক সরদার মো. সোহেল, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, সহ-সভাপতি বদরুজ্জামান খান সবুজ, বিমানবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোকন মিয়া, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জহিরুল ইসলাম, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এসএম মিজান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর প্রেসক্লাবের সহসভাপতি কেএম সোহেব জুয়েল, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাকিল মাহমুদ আউয়াল খান, সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী, ওমর আলী সানি, শামিমুল ইসলাম শামীম, স্বপন দাস, মো. সাইফুল মৃধা প্রমুখ।

বক্তারা ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য প্রধানমন্ত্রীর মাধ্যমে স্বরাস্ট্রমন্ত্রীর প্রতি দাবি জানান। মানববন্ধনে গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর, বানারীপাড়া, বিমানবন্দর, জাহাঙ্গীর নগর ও কালকিনির সাংবাদিক সংগঠনের অর্ধশতাধিক পেশাজীবী সাংবাদিকরা অংশগ্রহন করেন।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test