E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আবারও মানুষের পাশে শান্তির দূত 'ইচ্ছা', পৌঁছে দিলো খাদ্যসামগ্রী

২০২১ মে ০৫ ২২:১৩:৩৮
আবারও মানুষের পাশে শান্তির দূত 'ইচ্ছা', পৌঁছে দিলো খাদ্যসামগ্রী

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন Inspire Care & Cultivate Human Aid-ICCHA /ইচ্ছা এর পক্ষ থেকে জাবি শহীদ মিনারে বুধবার (৫মে, ২০২০) ৪০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আটা) বিতরণ করা হয়েছে।

প্রথম দুই দফাতে রিকশাওয়ালা, সুবিধাবঞ্চিত শিশু, শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। জাবিয়ান সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এ উদ্যোগে সাড়া দিয়ে সহযোগিতা করায় তাদের প্রতি অনিঃশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছে 'ইচ্ছা'। উক্ত উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ইচ্ছা'র উপদেষ্টা ড. আলমগির কবির, প্রতিষ্ঠাতা সভাপতি ও মডারেটর নুরুজ্জামান শুভ, প্রতিষ্ঠাতা যুগ্ন আহবায়ক রাজেশ অপু ও সাংগঠনিক সম্পাদক মেহেদী।

এসময় ইচ্ছা'র সভাপতি এস এন সোহেল রানা (ইতিহাস ৪৫ ব্যাচ) বলেন, 'লকডাউনে গরীব মানুষের জীবন খুবই কষ্টে অতিবাহিত হচ্ছে। আমরা সামাজিক সংগঠন ইচ্ছা থেকে ক্যাম্পাস কেন্দ্রীক যাদের জীবন চলতো বিভিন্ন দোকানদার ও অসহায় ৪০ টি পরিবারের মাঝে ৭-৮ দিনের খাদ্যসামগ্রী দিয়েছি। জাবিয়ান বড় ভাই আপু ও নন-জাবিয়ানসহ যারা আমাদের ফান্ডে টাকা দিয়ে সহযোগিতা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন সেই কমনাই থাকবে সর্বদা।'


সাধারণ সম্পাদক স্বপ্নীল সাগর (ইংরেজি ৪৭ ব্যাচ) বলেন, 'করোনা মহামারীতে সাধারণ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। আমাদেরকে যারা ফান্ড দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।'

উল্লেখ্য, ইচ্ছা গত ২০১৮ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে নানাবিধ সামাজিক কার্যক্রমের সাথে জড়িত রয়েছে।

(পি/মে ০৫, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test