E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

২০২১ মে ০৫ ২২:৪৯:০৮
কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে সিএনজি চালিত অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় দুই নারী ও এক শিশুসহ আরো পাঁচজন গুরুত্বর আহত হয়েছেন। 

বুধবার বিকালে কটিয়াদী- মঠখোলা সড়কের বেতাল বাজার সংলগ্ন জামতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাদের অবস্থা অবনতি হলে কিশোরগঞ্জ সদর এবং ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজে নেয়া হয়েছে। তবে তাৎক্ষণিক নিহতের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হচ্ছেন মানছুরা খাতুন (৫০), রুবেল মিয়া (২৯), রোকিয়া খাতুন (২২), ফারুক মিয়া (১৭), ও ইয়াছিন (৮)। তাদের বাড়ি সুনামগঞ্জের তাহেরপুরে।

কটিয়াদী থানার ওসি এস এম শাহাদাত হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

(ডিডি/এসপি/মে ০৫, ২০২১)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test