E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কলারোয়ায় ৩০ করোনাজয়ী পেলেন সরকারি সহায়তা

২০২১ মে ১০ ১৬:৫২:২০
কলারোয়ায় ৩০ করোনাজয়ী পেলেন সরকারি সহায়তা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়ায় ৩০ জন করোনাজয়ীর মধ্যে প্রত্যেককে সরকারি সহায়তার (সাড়ে তিন হাজার টাকার) চেক বিতরণ করা হয়েছে। 

সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে ওই চেক বিতরণ করেন তালা-কলারোয়ার সংসদ সদস্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবির।

স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুদানের চেক গ্রহণ করেন কলারোয়া উপজেলার প্রথম করোনাজয়ী দাড়কী গ্রামের মাজেদুল ইসলামের সহধর্মিণী মিম (২৩)।

মিম ২০২০ সালের ২০ মে করোনায় আক্রান্ত হয়ে ১৬ জুন করোনামুক্ত হন। এছাড়া, অনুদানের চেক গ্রহণ করেন উপজেলার সিংহলাল গ্রামের ইমরান, লাঙ্গলঝাড়া ইউনিয়নের মাহমুদপুরের মাহাবুবুর রহমান, আশরাফুল, বালিয়াডাঙ্গার সুমি আফরিন, দিগং এর আনারুল ইসলাম, মাহমুদা, আশরাফুজ্জামান লিটন, সোনাবাড়িয়ার ফয়সাল, কুশোডাঙ্গা ডেপার শহর আলী, রাজনগরের ফিরোজা খাতুন, বুইতার মিম, ইলিশপুরের আলামিন, কামারালির গোলাম রসুল, হিজলদির আজমী শাহদৎ, দেয়াড়ার সাইফুল ইসলাম, চন্দনপুরের অমিত সরদার, শাহারুল খান, ছলিমপুরের হাবিবুল্লাহ, গাজনার আব্দুল হান্নান, পিছলাপোলের আজমীর হোসেন, হেলাতলার শেখ শামিম হোসেন, কেরালকাতার ফাতেমা বেগম, খোরদোর রহমত আলী, হেলাতলার মোহরজান, সিংগার রবিউল ইসলাম, শ্রীপতিপুরের কাকলী আক্তার, হামিদপুরের ফারিক হোসেন, নারানপুরের গোলামা হোসেন ও নাকিলার।

(আরকে/এসপি/মে ১০, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test