E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লালপুরে সুগার মিলের লোহা চুরির অভিযোগে আটক ২

২০২১ জুন ১৫ ১৭:৪৬:২৮
লালপুরে সুগার মিলের লোহা চুরির অভিযোগে আটক ২

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের প্রায় এক হাজার কেজি লোহার যন্ত্রাংশ চুরির অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ জুন) রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার সিরাজিপুর গ্রামের লুৎফর রহমান মন্ডলের ছেলে আশরাফ (৪৩) ও বৈদ্যনাথপুর সবজিপাড়া গ্রামের মসলেম উদ্দিনের ছেলে বারেক (৪২)।

লালপুর থানা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নাটোরের লালপুরের গোপালপুরস্থ নর্থ বেঙ্গল সুগার মিলস লি: কারখানা বিভাগের বয়লার হাউজের দক্ষিণ পাশের বিভিন্ন স্থানে সুগার মিলের বিভিন্ন লোহার তৈরি স্ক্র্যাপ মালামাল রাখা ছিল। গত ১০ জুন দুপুরে বয়লার এটেনডেন্ট (কারখানা) উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে মো. আবু বক্কর (৫৬) মালামালগুলো দেখে অফিস শেষ করে চলে যান।

তিনি (১২ জুন) সকালে পুণরায় কাজে যোগদান করার পর দেখেন, বয়লারের দক্ষিণ পাশের সীমানা প্রাচীরের নীচের দিকে কিছু অংশ ভেঙ্গে আনুমানিক এক হাজার কেজি পরিমাণ লোহার তৈরি বিভিন্ন প্রকারের স্ক্র্যাপ (সিআই ফায়ার বার, ব্যাগাস বার, ফার্নেস ডোর, এমএস জয়েন্ট ইত্যাদি) চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ৩২ হাজার ২৫০ টাকা।

এ ঘটনায় মিলের উপব্যবস্থাপক (প্রশাসন) আল ফারুক ওমর শরীফ গালিব জানান, মিলের কর্তৃপক্ষের নির্দেশে তিনি বাদি হয়ে সোমবার (১৪ জুন) রাতে লালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। তদন্ত করে থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে লালপুর থানার (ওসি) মো. ফজলুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরির সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) তাদেরকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।

(এম/এসপি/জুন ১৫, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test