E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটায় স্ত্রী ও সন্তান হত্যার ঘটনায় ঘাতক শাহীনের দায় স্বীকার

২০২১ জুলাই ১৪ ১৯:৪৩:১৮
পাথরঘাটায় স্ত্রী ও সন্তান হত্যার ঘটনায় ঘাতক শাহীনের দায় স্বীকার

অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটায় স্ত্রী ও শিশুসন্তানকে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারী ঘাতক শাহিন মুন্সীকে গ্রেপ্তার করেছে সি আই ডি। সোমবার বিকেলে চট্টগ্রামের বন্দর থানার ছোনখোলা এলাকার একটি গ্যারেজ থেকে তাকে আটক করা হয়।

বুধবার শাহিনকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুব্রত মল্লিকের আদালতে হাজির করা হলে সেখানে জবানবন্দি দেয় শাহিন। এতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে সে।

এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গত ৩ জুলাই আরো ২জনকে আটক করে পাথরঘাটা থানা পুলিশ। তারা হল ঘাতক শাহিনের মা শাহিনুর বেগম ও মামাতো ভাই ইমাম হোসেন। ৪ জুলাই আটক দুজনকে ভার্চুয়ালি আদালতে হাজির করে পৃথক-পৃথক ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত আবেদন শুনানির জন্য রেখে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শাহিন মুন্সী উপজেলার সদর ইউনিয়নের পূর্ব হাতেমপুর গ্রামের খলিলুর রহমান মুন্সীর ছেলে। সুমাইয়া একই গ্রামের রিপন বাদশা’র মেয়ে।

পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ১ জুলাই রাত ১০টার দিকে সুমাইয়াঘরের কাছাকাছি টয়লেটে গেলে তার পিছু নেয় শাহিন মুন্সী। মাছধরা বড়শীর লায়নলের সুতা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে সুমাইয়াকে। এর পর বাড়ি থেকে মাটিকাটা কোদাল নিয়ে মাটি খুঁড়ে মাটি চাপা দেয় শাহিন একাই। এর পরে ঘরে গিয়ে নয় মাসের শিশু জুঁইকে কান্না করতে দেখে তাকে নিয়ে খালের পানিতে চুবিয়ে হত্যা করে ঘাতক শাহিন। এক-ইসঙ্গে মায়ের সাথেই বাড়ির পাশে পুঁতে রাখে নিজশিশুকন্যা জুঁইকে।

এ ঘটনার দু’দিন পর ৩জুলাই নিজ বাড়ির সংলগ্ন খালের পাড়ে গর্ত থেকে হাত-পা বাধাঁ অবস্থায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পাথরঘাটা পুলিশ। পরের দিন ময়না তদন্ত শেষে সুমাইয়ার বাবার বাড়িতে পুলিশের উপস্থিতিতে দাফন করা হয়।

মরদেহ উদ্ধারের পর গত ৩জুলাই বিকেলে সুমাইয়ার বাবা রিপন বাদশা বাদী হয়ে জামাই শাহিন মুন্সী, তার মা শাহিনুর বেগম, মামাতো ভাই ইমাম ও ইমামের শ্যালক রিমন সহ অজ্ঞাতনামা কয়েকজন আসামি করে পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা করেন।

বুধবার শাহিনের জবানবন্দি আদালতের মাধ্যমে রেকর্ড করে বিকেলে বরগুনা জেল হাজতে প্রেরণ করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুব্রত মল্লিক।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)এর সাব ইন্সপেক্টর সেলিম সরদার বলেন, এই মামলার এজাহারভুক্ত পলাতক আসামি লিমনকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। খুব তাডাতাড়ি তাকে গ্রেফতার করতে সক্ষম হবো।

(এটি/এএস/জুলাই ১৪, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test