E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

লাউয়াছড়ায় বৈদ্যুতিক লাইনে কাভার লাগানোসহ ভূমি পুনরুদ্ধারের দাবি

২০২১ অক্টোবর ০১ ১৬:০৩:৩০
লাউয়াছড়ায় বৈদ্যুতিক লাইনে কাভার লাগানোসহ ভূমি পুনরুদ্ধারের দাবি

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের দখল হয়ে যাওয়া ভূমি পুনরুদ্ধার ও বন্যপ্রাণীর নিরাপদ চলাচলের স্বার্থে বনের ভেতরের বৈদ্যুতিক লাইনে কাভার লাগানোর দাবীতে প্রতিবাদী মানববন্ধন করেছে জীববৈচিত্র্য রক্ষা কমিটি।

শুক্রবার (১ অক্টোবর) সকালে লাউয়াছড়া বনের বাঘমারা ক্যাম্পের সামনে জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ মান্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহাদ মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য ও কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সানোয়ার হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা সমন্বয়ক আ.স.ম সালেহ সুহেল,বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র, সাংবাদিক সাজিদুর রহমান সাজু,শাব্বির এলাহী, শাহীন আহমেদ, মোস্তাফিজুর রহমান, চ্যানেল টুয়েন্টিফোরের মৌলভীবাজার প্রতিনিধি এম.এ হামিদ, এসকে দাশ সুমন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, জীববৈচিত্র্য রক্ষা কমিটি কমলগঞ্জের সহ-সম্পাদক সালাহউদ্দিন শুভ, রুহুল ইসলাম হৃদয় প্রমুখ।

মানববন্ধনে এ সময় বক্তারা বলেন, ১২৫০ হেক্টর ভূমির এ লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান এবং অবশিষ্ট চিরহরিৎ বনের একটি উল্লেখযোগ্য নমুনা।

এটি কমলগঞ্জ উপজেলার একটি সংরক্ষিত বনাঞ্চল। কিন্তু বর্তমানে বনের অনেক ভূমি দখল করে বাড়িসহ বাগান নির্মাণ করা হয়েছে। দ্রুত বনবিভাগের এসব ভূমি পুনরুদ্ধার করা প্রয়োজন।

বক্তারা বলেন, লাউয়াছড়া নানান ধরনের জীববৈচিত্র্যে সমৃদ্ধ একটি জাতীয় উদ্যান । বিলুপ্তপ্রায় উল্লুকের জন্য এ বন বিখ্যাত। উল্লুক ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু, কীটপতঙ্গ এবং উদ্ভিদ। কিন্তু প্রতি বছর বনের ভেতরের বৈদ্যুতিক লাইনে অনেক প্রানী মারা যাচ্ছে। তাই বন্যপ্রাণীর নিরাপত্তার স্বার্থে বনের ভেতরের বৈদ্যুতিক লাইনে কাভার লাগানো অতীব জরুরি।

(একে/এসপি/অক্টোবর ০১, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test