E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে মেঘনা আদর্শ শিশু একাডেমির উদ্বোধন

২০২১ অক্টোবর ২৯ ১৪:৩৮:৪৬
সুবর্ণচরে মেঘনা আদর্শ শিশু একাডেমির উদ্বোধন

ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচর উপজেলার মোহাম্মাদপুর ইউনিয়নে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো থেকে বঞ্চিত হওয়া শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে "মেঘনা শিশু একাডেমি" নামে একটি আধুনিক শিশু শিক্ষা প্রতিষ্ঠান এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সুবর্ণচর উপজেলার সুনামধন্য সামাজিক সংগঠন 'মেঘনা মার্কেট মানবিক সংগঠন' এর সার্বিক তত্ত্বাবধান ও আয়োজনে গতকাল ২৮ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা ১২ টায় স্থানীয় মেঘনা মার্কেট নামক স্থানে 'মেঘনা শিশু একাডেমির উদ্ধোধন অনুষ্ঠিত হয়।

মোহাম্মদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য খলিল মেম্বার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মোহাম্মদপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মহিউদ্দিন চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক ইব্রাহিম সেলিম স্যার, মোহাম্মদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার বাহার, ৯নং ওয়ার্ড মেম্বার নুরুল আলম মেম্বার, মেঘনা আদর্শ শিশু একাডেমির উপদেষ্ঠা মন্ডলীর সদস্য তরুন সমাজ সেবক ও শিক্ষানুরাগী জসিম উদ্দিন। মেঘনা মার্কেট মানবিক সংগঠনের উপদেষ্টা তাজুল ইসলাম সোহাগ ও মোহাম্মদ আবু সুফিয়ান ।

মেঘনা আদর্শ শিশু একাডেমী'র প্রতিষ্ঠাতা মেঘনা মার্কেট মানবিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ তারেক আজিজ এবং সাধারন সম্পাদক আলী হোসেন মোঃ সুজন, ক্যাশিয়ার, এনামুল হক মামুন সহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে, যোগাযোগের সুব্যবস্থা, অভিবাবকদের খেয়ালীপনার কারনে এ অঞ্চলের শিশুরা আধুনিক গ্রহনে পিছিয়ে পড়ছে, মেঘনা মার্কেট মানবিক
সংগঠনের উদ্যােগে এই অঞ্চলের শিশুরা এবার আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে কোমলমতি শিশুরা।

(এস/এসপি/অক্টোবর ২৯, ২০২১)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test