E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাহজাদপুরে অবাধে চলছে নম্বর বিহীন অটোরিক্সা

২০১৪ সেপ্টেম্বর ১৬ ১৪:৫৩:৫৩
শাহজাদপুরে অবাধে চলছে নম্বর বিহীন অটোরিক্সা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাইওয়ে ও আঞ্চলিক সড়কগুলোতে আশংকাজনক হারে রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি অটোরিক্সার  দৌরাত্ম বেড়েছে। ফলে  প্রতিনিয়তই দুর্ঘটনার কবলে পড়ছে সাধারণ যাত্রী ও পথচারিরা।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে ,এসকল রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি চালিত অটোরিক্সার অদক্ষ চালক হর হামেশাই সড়ক ও মহাসড়ক গুলোতে বেপরোয়া ভাবে গাড়ী চালিয়ে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটাচ্ছে। খোজ নিয়ে জানা গেছে এ সকল চালকদের প্রাতিষ্ঠানিক কোন প্রশিক্ষণ না থাকায় অধিকাংশ চালকদের ড্রাইভিং লাইসেন্স নাই। শাহজাদপুর –এনায়েতপুর সড়কে যাতায়াত করেন কাপড় ব্যবসায়ী মোজাম্মেল হক তিনি জানান প্রায় ২২ কিলোমিটার এ পথ তাকে সপ্তাহে ২ দিন শাহজাদপুরের কাপড়ের হাটে আসতে হয়।

তিনি জানান অদক্ষ চালকের কারণে প্রায় প্রতিদিন এ রাস্তায় দুর্ঘটনা ঘটেই থাকে। ২২ কিলোমিটার এ রাস্তা একজন যাত্রীকে আসা যাওয়ার জন্য ভাড়া দিতে হয় ১০০ টাকা।এ কারণে একাধিক টিপের আশায় একজন চালক বেপরোয়া ভাবে ও পাল্লা দিয়ে গাড়ী চালায়।

এ দিকে শাহজাদপুর-খুকনি- এনায়েতপুর- বেলকুচি, শাহজাদপুর-বেড়া, শাহজাদপুর-তালগাছি-মোহনপুর-উল্লাপাড়া, শাহজাদপুর-কৈজুরি-জামিরতা, শাহজাদপুর-বাঘাবাড়ী- ডেমরা, শাহজাদপুর -পোতাজিয়া হাসপাতাল সড়কে ও মহাসড়কে অবাধে চলছে রেজিষ্ট্রেশন ও রেজিষ্ট্রেশন বিহীন অটোরিক্সা।

এদিকে এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি হাসান শামীম ইকবালের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান প্রায়ই সড়ক ও মহাসড়ক গুলোতে মোবাইল কোর্টের মাধ্যমে কাগজ পত্র বিহীন অটোরিক্সা ও চালকদের জরিমানা করা হলেও এদের নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তিনি বলেন পরিবহন সেক্টরে যে হযরলব অবস্থা চলছে এ থেকে উত্তোরণের জন্য অদক্ষ চালকদের সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও তাদের ড্রাইভিং লাইশেন্স দেয়া গেলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। শাহজাদপুর প্রশাসন সূত্রে জানা গেছে প্রায় ৮০০ অটোরিক্সা শাহজাদপুরে চলাচল করলেও অধিকাংশ অটোরিক্সা রেজিষ্ট্রেশন নাম্বার ও চালকের ড্রাইভিং লাইসেন্স নাই।

(এআরপি/এএস/সেপ্টেম্বর ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test