E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জের শ্রম অধিদপ্তরের নবনির্মিত ভবন উদ্বোধন 

২০২১ ডিসেম্বর ০৮ ১৫:০০:০৭
নারায়ণগঞ্জের শ্রম অধিদপ্তরের নবনির্মিত ভবন উদ্বোধন 

মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : নারায়ণগঞ্জে চাষাঢ়া বালুর মাঠ এলাকায় সাড়ে আট কোটি টাকা ব্যয়ে বিভাগীয় শ্রম অধিদপ্তরাধীন অফিস পুননির্মাণ ও আধুনিকায়ন শীর্ষক প্রকল্পের আওতায় বিভাগীয় শ্রম দপ্তরের নব নির্মিত পাঁচ তলাবিশিষ্ট ভবন উদ্বোধন করা হয়েছে।  

বুধবার (৮ ডিসেম্বর) সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের আওতাধীন শ্রম অধিদপ্তরের আয়োজনে সারাদেশে ৬টি অফিস পুনঃনির্মাণ ও আধুনিকায়ন প্রকল্পের ভার্চুয়ালি কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় নারায়ণগঞ্জ বিভাগীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন মোস্তাইন বিল্লাহ, নারায়ণগঞ্জ বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক খোরশেদুল হক ভুইয়া, উপ-পরিচালক মহব্বত হোসাইন, সহকারি পরিচালক ইয়াসমিন আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার পর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধতন কর্মকর্তারা নারায়ণগঞ্জ বিভাগীয় শ্রম দপ্তরের নবনির্মিত ভবনটির নামফলক উন্মোচন করেন। পরে এই দপ্তরের পরিচালক সাংবাদিকদের জানান, জেলার সাড়ে তিন হাজার শিল্প কারখানায় প্রায় বাইশ লক্ষ শ্রমিক কর্মরত আছেন। শ্রমজীবি মানুষদের সকল প্রকার অধিকার আদায়ে এই প্রতিষ্ঠান সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

(এস/এসপি/ডিসেম্বর ০৮, ২০২১)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test