E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘পাংশা কালুখালী বালিয়াকান্দিতে কোনো প্রকার টেন্ডার বাণিজ্য হবে না’

২০২২ জানুয়ারি ২৪ ২২:৩৬:৫৯
‘পাংশা কালুখালী বালিয়াকান্দিতে কোনো প্রকার টেন্ডার বাণিজ্য হবে না’

একে আজাদ, রাজবাড়ী : পাংশাতে কোনদিন এই রুপ পরিস্থিতি সৃষ্ঠি হয় না আগে কখনো ডেন্ডার বাজি হয়নি সম্প্রতি পাংশা হাসপাতালে টেন্ডার ক্রয় করতে গিয়ে অনেকেই হুমকির সম্মুখিন হয়েছে এটা কোন ভাবেই কাম্য নয়, পাংশাতে কোন প্রকার টেন্ডারবাজি করতে দেওয়া হবে না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

পাংশা উপজেলার ১০টি ইউনিয়নে ৫ জানুয়ারী নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত এ নির্বাচনে বড় ধরনের কোন সহিংসুতা হয়নি,শান্তিপূর্ন সুষ্ঠ নির্বাচনের জন্য নির্বাচন সংশ্লিষ্ঠ সকলেই ধন্যবাদ পাওয়ার দাবীদার। বিশেষ করে পাংশা থানার অফিসার ইনচার্জ তিনি আইন শৃংঘলা পরিস্থিতি ভাল রাখতে কাজ করেছেন।মাদকের সঙ্গে কোন আপস করা যাবে না মাদকের সঙ্গে যারা জরিত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবসহা নিতে হবে। যারা নির্বাচিত হয়েছেন সকলকে অভিনন্দন জানিয়ে বলেন আপনারা জনগনের জন্য কাজ করবেন।

সোমবার রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংঘলা কমিটির সভায় ভার্সুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি। তিনি আরো বলেন কোন প্রকার পদ্মা নদী থেকে বালি মাটি কাটা যাবে না এটা কঠোর হস্তে দমন করতে হবে।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন পাংশা উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদুর রহমান, পৌর মেয়র মোঃ ওয়াজেদ আলী, উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) নুজহাত তাসনীম আওন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া খাতুন, শরিসা ইউনিয়নের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, বাবুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইমান আলী সরদার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ চাদ আলী খান, সাংবাদিক মাসুদ রেজা শিশির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.হাসনাত আল মতিন প্রমুখ।

পরে মাসিক উন্নয়ন সমন্নয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলার সকল দপ্তরের প্রধানগন ও আইন শৃংঘলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন

(একে/এসপি/জানুয়ারি ২৪, ২০২২)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test