E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আদমদীঘিতে ফেন্সিডিলসহ আটক ৩

২০২২ ফেব্রুয়ারি ২১ ১৭:৪০:০৮
আদমদীঘিতে ফেন্সিডিলসহ আটক ৩

আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৯০ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া "খ" সার্কেলের সদস্যরা।

সোমবার (২১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৬টায় উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার লস্করদী গ্রামের মমিন খানের ছেলে মোস্তাক খান (২১), নরসিংদী জেলার পলাশ থানার ভাংগা বাজার এলাকার মৃত রেজেক ওরফে রাজ্জাকের ছেলে রতন ওরফে কালু (২৪) এবং একই এলাকার শফি উদ্দিনের ছেলে শরিফ হোসেন সাকিল(২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া 'খ' সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন বলেন, নওগাঁ হতে বগুড়াগামী ঢাকা মেট্রো ন- ১৮-৩৬৫২ একটি পিকআপে ফেন্সিডিল বহন করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে এদিন সকাল সাড়ে ৬ টায় সান্তাহার পৌর শহরের হবির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ড্রাইভারের সিটের নিচ থেকে তিনটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়াও পিকআপটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দায়েরকৃত মামলায় তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test