E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফেনীতে লক্ষমাত্রার দ্বিগুণ মানুষকে করোনা টিকার প্রথম ডোজ প্রদান

২০২২ ফেব্রুয়ারি ২৭ ১৮:৫৩:৫১
ফেনীতে লক্ষমাত্রার দ্বিগুণ মানুষকে করোনা টিকার প্রথম ডোজ প্রদান

নূরুল আমিন খোকন, ফেনী : সারা দেশব্যাপী কোভিড-১৯ করোনা মহামারী প্রতিরোধে কার্যক্রমে এক কোটি মানুষকে করোনা ভ্যাক্সিনের প্রথম ডোজ দেয়ার পরিকল্পনা গ্রহণ করে সরকার। তারই অংশ হিসেবে গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে ফেনী জেলার ৬টি উপজেলায় গণটিকা কার্যক্রমে প্রাথমিকভাবে ৫০০০০ মানুষকে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ মানুষকে এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় সর্বমোট ৯৮৬৯৮ জনকে কোভিড-১৯ করোনা টিকার প্রথম ডোজ প্রদান করা হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে এই কর্যক্রম শুরু হয়ে চলে একটানা বিকাল চারটা পর্যন্ত। ফেনীর সিভিল সার্জন ডাঃ রফিক-উস্-ছালেহীন জানান, জেলার ৫টি পৌরসভাসহ ৪৩ ইউনিয়নের স্থায়ী এবং অস্থায়ী মোট ১৫৩টি কেন্দ্রে টিকা প্রদান করা হয়। সকাল থেকে ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের টিকা গ্রহনের জন্য উপচে পড়া ভিড় ছিলো। অনেকের মাঝে ছিলো না স্বাস্থ্যবিধি মানার তোয়াক্কা। এতে ১৮ বছরের উপরে সকল নাগরিক এবং ১২ বছরের উপরে সকল ছাত্র/ছাত্রী টিকা নিচ্ছেন।ভোটার কার্ড কিংবা জন্মসনদের জটিলতা ছাড়াই টিকা দেয়া হয়।

এদিকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচি উপলক্ষে ফেনী সদর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স কেন্দ্রে ভ্যাকসিন প্রদান কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ রফিক উস সালেহিন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা সহ ফেনীতে কর্মরত সাংবাদিক বৃন্দ।

(এনকে/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২২)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test