E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত টয়লেট থেকে নারীর লাশ উদ্ধার

২০২২ মার্চ ১৪ ১৪:৫০:২৭
কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত টয়লেট থেকে নারীর লাশ উদ্ধার

রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটি কাপ্তাইয়ে বি এফ আই ডি সি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত টয়লেটে এক নারীর মৃত দেহের সন্ধান পাওয়া গেছে। তবে পুলিশ ঘটনাস্থল  পরিদর্শনের পুর্বেই বিদ্যালয়ের দপ্তরি সিরাজুল ইসলাম গত শনিবার (১২ মার্চ) বিকাল সোয়া চারটার দিকে বিদ্যালয়ের পরিত্যক্ত টয়লেট থেকে মহিলার লাশ উদ্ধার করে বিদ্যালয়ের সীমানার বাইরে লাশটি নিয়ে রাস্তায় পাশে রাখেন। বিষয়টি ওই বিদ্যালয়ের দপ্তরি ও প্রধান শিক্ষক নিশ্চিত করেন এ প্রতিনিধিকে। 

প্রধান শিক্ষক আরো জানান, পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে কাপ্তাই ফাঁড়ির পুলিশকে সংবাদ জানানো হলে পুলিশ ওই বিদ্যালয়ে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল গ্রহন শেষে লাশটি উদ্ধার করে রাতেই কাপ্তাই থানায় নিয়ে আসা হয়।

বিদ্যালয়ের দপ্তরি সিরাজুল ইসলাম বলেন ক্লাস ছুটি আগে স্কুল শিক্ষার্থীরা বিদ্যালয়ে খেলাধুলা করার সময় হঠাৎ টয়লেটের ভিতর কিছু একটা দেখতে পায় বলে সংবাদ দিলে দপ্তরি টয়লেট গিয়ে দেখে মুখমন্ডল থেতলে, রক্ত ও মুখে পোড়া এক মহিলা মৃত দেহ পড়ে আছে স্কুলের পরিত্যক্ত টয়লেটের ভিতর। দপ্তরি বিদ্যালয় থেকে মোবাইল ফোনে প্রধান শিক্ষক ইউসুফ মিয়াকে বিষয়টি জানান। তৎক্ষনাৎ প্রধান শিক্ষক বিষয়টি নিশ্চিত হয়ে স্হানীয় মেম্বার এর মাধ্যমে কাপ্তাই ফাঁড়ির পুলিশকে খবর দেয়।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ( আইসি) শাহিনুর রহমান জানান,এঘটনায় পুলিশ আসার পূর্বেই দপ্তরি নিজ দায়িত্বে মৃত দেহটি ঘটনাস্থল থেকে সরানো ঠিক হয়নি এতে পুলিশ লাশের সুরত হাল গ্রহন বেগ হয়ছে। তবে লাশটি দেখে মনে হয় এটা কোন স্বাভাবিক মৃত্যু নয়। এ ব্যাপারে প্রথম দিকে কোন নাম পরিচয় পাওয়া না গেলেও পরবর্তীতে এডিশনাল এসপি রওশন আরা রব, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ জসিম উদ্দিনসহ সঙ্গীয় পুলিশদের অনুসন্ধানী তৎপরতায় মৃত মহিলাটির আত্মীয় স্বজনদের নাম ঠিকানা নিতে সক্ষম হয় পুলিশ বাহিনী।

অবশেষে মৃতদেহতি পরিচয় সন্ধান মিলল তার নাম হাসিনা আক্তার অরুপে সুমি (২৭) কাপ্তাই রাইখালী ইউনিয়নের কাজী পাড়ার মৃত আব্দুর রশীদের মেয়ে।

নিহত হাসিনা মা আমেনা বেগম সংবাদ পেয়ে কাপ্তাই থানায় রবিবার(১৩মার্চ২২ইং) একটি হত্যা মামলা দায়ের করেছে। সেসময় নিহত হাসিনা মা আমেনা বেগম গণমাধ্যমকে বলেন, আমার মেয়ে নাম হাসিনা মেয়ের স্বামী নাম ইমাম উদ্দিন গত সাড়ে তিন মাস আগে স্বামী-স্ত্রীর দু’জনের মধ্যে তালাক হয়েছে।

এর পরে রবিবার(১৩ মার্চ)সাড়ে ১ টায় দিকে রাঙামাটি পুলিশ সুপার মীর মোদদা্ছছের হোসেন কাপ্তাই এসে হত্যার ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

সে সময় তিনি গণমাধ্যম'কে জানান, ঘটনাটি পরিকল্পিত হত্যাকান্ড। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত ও ব্যাপক জিজ্ঞাসাবাদের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পরিদর্শনে আরোও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম,কাপ্তাই সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব। কাপ্তাই থানার ওসি জসিম উদ্দীন।

এ ব্যাপারে কাপ্তাই থানা অফিসার ইনচার্জ জসিম উদ্দিন নিশ্চিত করে বলেন নিহত হাছিনা বেগমের মা আমেনা বেগম বাদী হয়ে কাপ্তাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন । ১৩ মার্চ সকাল সাড়ে ১১ টাঢ সময় লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি মর্গে প্রেরণ করা হয়েছে।

(আরএম/এসপি/মার্চ ১৪, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test