E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনের বাঘ লোকালয়ে, শরণখোলা উপজেলা জুড়ে আতঙ্কে

২০২২ মে ০৭ ১৮:৪৫:৫১
সুন্দরবনের বাঘ লোকালয়ে, শরণখোলা উপজেলা জুড়ে আতঙ্কে

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলার খেজুরবাড়িয়া গ্রামে বৃহস্পতিবার রাতে হানা দেয়া বাঘটি এখন সুন্দরবন থেকে লোকালয়ের ১০ কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে। শুক্রবার রাত ৮টায় শরণখোলা উপজেলার খোন্তকাটা ইউনিয়নের বানিয়াখালি গ্রামে বাঘ দেখে গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়ে। এরপর মাইকিং করে গ্রামবাসীকে সতর্ক করা হয়। শনিবার সকালে বাঘটির পায়ের ছাপ দেখে খুজে বের করার চেষ্টা করছে সুন্দরবন বিভাগ ও এলাকাবাসী। গত দুই রাতে শরণখোলা উপজেলার ভিন্ন ভিন্ন গ্রামে বাঘ দেখতে পাওয়ায় গোটা শরণখোলা উপজেলা জুড়ে মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শরণখোর খোন্তকাটা ইউপি সদস্য ছিদ্দিক গাজী জানান, শুক্রবার রাত ৮টায় দিকে সুন্দরবন থেকে প্রায় ১০ কিলোমিটার পর্ব দিকে শরণখোলার পশ্চিম বানিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ থেকে গরু আনতে যান স্থানীয় বাসিন্দা কামাল হোসেন হাওলাদার। এসময় টর্চ লাইটের আলোতে তিনি গরুর পাশে সুন্দরবনের একটি বাঘ দেখতে পান। এসময় তার ডাক-চিৎকারে লোকজন এগিয়ে এসে লাঠি-সোটা নিয়ে তাড়া করলে বাঘটি পালিয়ে যায়। সকালে পায়ের ছাপ দেখে বাঘটিকে খোজা হচ্ছে বলে তিনি জানান এই ইউপি সদস্য। এলাকার মানুষের মধ্যে চরম বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লোকজন রাতে বাঘের ভয়ে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে।

সুন্দরবনের ধানসাগর ষ্টেশন কর্মকর্তা মো আব্দুস সবুর জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের ইউপি সদস্য মো. আবুল হোসেন খানের মাছের ঘেরে পাহারা দেয়ার সময় টর্চলাইটের আলোতে একটি রয়েল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায়। পরে মাছের ঘেরের রোকজনের ডাক চিৎকারে বাঘটি পালিয়ে যায়। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সুন্দরবন থেকে প্রায় ১০ কিলোমিটার পর্ব দিকে শরণখোলার পশ্চিম বানিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে গরু আনতে গিয়ে টর্চ লাইটের আলোতে একটি বাঘ দেখতে পায় কৃষক কামাল হোসেন হাওলাদার। শনিবার সকালে এলাকাবাসীদের সাথে নিয়ে বনরক্ষীরা বাঘটির পায়ের ছাপ দেখে খুজে বের করার চেষ্টা করা হচ্ছে।

এর আগে ৩১ মাচ রাজাপুর গ্রামের সোবাহান হাওলাদার বাড়ীতে ঢুকে একটি মহিষকে আক্রমন করে বাঘ। সুন্দরবনের ভোলা নদী ভরাট হওয়ার কারনে সুন্দরবন সংলগ্ন এই লোকালয়ে মাঝমধ্যে বাঘ ঢুকে পড়ছে। মাসাধিককাল ধরে প্রায়ই শরণখোলা উপজেলায় সুন্দরবন সংলগ্ন রাজাপুর, দাসেরভারানি, খেজুরবাড়িয়া, টগড়াবাড়ি এলাকার লোকালয়ে বাঘ ঢুকে পড়ছে। এখন বাঘ লোকালয়ের ১০ কিলোমিটার ভিতরে ঢুকে পড়ার বিষয়টি নিশ্চি হওয়া গেছে। যা বন বিভাগকে চিন্তায় ফেরেছে। লোকালয়ে আসা বাঘ যাতে মানুষের হাতে মারা না পড়ে বা বাঘটি জানমালের কোন ক্ষতি করতে না পারে সেজন্য বনকর্মীরা সব সময় সতর্ক রয়েছে। বাঘটি সুন্দরবনে ফিরিয়ে নেয়া যায় সেজন্য বনরক্ষী ও গ্রামবাসী মিলে পাহারা দেয়া হচ্ছে।

সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শহিদুল ইসলাম বলেন, লোকালয়ে সুন্দরবনের বাঘ ঢুকে পড়ার বিষয়ে কমিউনিটি পেট্রোলিং দল (সিপিজি) ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) এর সহযোগীতায় গ্রামে গ্রামে মাইকিং করাসহ জনসাধারণকে সচেতন করে চলছেন। লোকালয়ে বাঘ সুন্দরবনে ফিরিয়ে আনতে বন রক্ষীদের চেষ্টা অব্যাহত রয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, সুন্দ;রবন থেকে ১০ কিলোমিটার ভিতরের লোকালয়ে ঢুকে পড়ার খবর পেয়ে ওই রাতেই পুলিশের একটি দল বানিয়াখালি গ্রাম পরিদর্শন করেছে।
এরপর মাইকিং করে গ্রামবাসীকে সতর্ক করা হয়েছে।

(এসএকে/এসপি/মে ০৭, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test