E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় একাধিক ফাঁদসহ বণ্য পাখি, শিয়াল এবং বানর উদ্ধার

২০২২ মে ১৮ ১৩:১৮:৫৭
কলাপাড়ায় একাধিক ফাঁদসহ বণ্য পাখি, শিয়াল এবং বানর উদ্ধার

মিলন কর্মকার রাজু, কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় এনিম্যাল রাভারস সদস্যরা বানর, শিয়াল এবং একাধিক টিয়াপাখি ও বিলুপ্ত প্রজাতির ঘু ঘু পাখি উদ্ধার করেছে। উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এসব বণ্য প্রানী ও পাখিগুলো উদ্ধার করা হয়।

এনিম্যাল লাভার'স সংগঠনের সদস্য রাকায়েত আহসান জানান তারা একাধিক পাখি ধরার ফাঁদসহ পাঁচটি টিয়া পাখি, পাঁচটি ঘুঘু, একটি শিয়াল ও একটি বানরের বাচ্চা কলাপাড়া ও মহিপুর বন বিভাগের সহায়তায় উদ্ধার করেন। যেগুলো শিকল ও ফাঁদে আটকা থাকায় অনেকটা অসুস্থ্য ছিলো। অসুস্থ্য পাখি ও প্রানীগুলোর প্রাথমিক চিকিৎসা শেষে সেগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ফাঁদগুলো ভেঙ্গে ফেলা হয়।

কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা আব্দুস সালাম জানান, মঙ্গলবার বিকালে ১০টি টিয়া ও ঘুঘু অবমুক্ত করা হয়েছে। এরআগে উদ্ধার করা বণ্য শিয়ালটি বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। এ সংগঠনের সদস্যরা বিভিন্ন সময় অন্তত অর্ধশত বণ্য পাখি ও প্রানী উদ্ধার করেছে। যেগুলো অবমুক্ত করা হয়েছে।

(এমকেআর/এএস/মে ১৮,২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test