E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভূমি সেবা সপ্তাহে ভূমিহীনের হাতে নতুন বাড়ি তুলে দিলেন নওগাঁর ডিসি 

২০২২ মে ১৯ ১৮:২৩:৪৫
ভূমি সেবা সপ্তাহে ভূমিহীনের হাতে নতুন বাড়ি তুলে দিলেন নওগাঁর ডিসি 

নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার দুপুরে নওগাঁর ধামইরহাটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিসে বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন, নওগাঁর জেলা প্রশাসক মো. খালিদ মেহেদী হাসান পিএএ।

উদ্বোধনকালে জেলা প্রশাসক মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীনদের নতুন বাড়ির দলিল ও নামজারির কাগজপত্রের ফোল্ডার হস্তান্তর করেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়, সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, ওসি মোজাম্মেল হক কাজী, প্যানেল মেয়র মেহেদী হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, বনবিট অফিসার আনিছুর রহমান, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, সহকারী সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, সহকারী মৎস্য অফিসার আইয়ুব আলী, সিনিয়র সাংবাদিক আব্দুল মালেক, নুরুল ইসলাম, হারুন আল রশীদ, ধামইরহাট প্রেস ক্লাব সভাপতি আব্দুল আজিজ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক পাস্কায়েল হেমরম, মেহেদী সরকার, সুফল চন্দ্র বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে ভূমি অফিস চত্বরে ছাতিয়ান, কাঠবাদাম, জারুল ও শিমুল গাছের চারা রোপন করেন।

জেলা প্রশাসক মো. খালিদ মেহেদী হাসান পিএএ উপজেলা ভূমি অফিস, উপজেলা নির্বাহী অফিস, ধামইরহাট পৌরসভা, উমার-আলমপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে নিজ নিজ প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান,আলমপুর ইউপি চেয়ারম্যান ওসমান গনি মন্ডল,ভেড়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান প্রমুখ।

(বিএস/এসপি/মে ১৯, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test