E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মারধরে পাগল দিনমজুর, মামলা হলেও ধরা পড়েনি আসামিরা

২০২২ জুলাই ২৮ ২০:০৩:৩০
মারধরে পাগল দিনমজুর, মামলা হলেও ধরা পড়েনি আসামিরা

রাজন্য রুহানি, জামালপুর : বাজারসদাই করে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন দিনমজুর রইচ উদ্দিন। সঙ্গে ছিল ১০ হাজার টাকাও। পথিমধ্যে তাকে চোর রটিয়ে সেই বাজারসদাই ও টাকা-পয়সা কেড়ে নেয় শত্রুরা। চলে এলোপাতাড়ি মারধর। আঘাতের চোটে যখন তিনি জ্ঞান হারান তখন শত্রুরা তাকে মৃত ভেবে বাড়ির কাছে ফেলে রেখে যায়। তারপর দরিদ্র পিতার একমাত্র সম্বল ঘোড়ার গাড়ি বেচে তাকে চিকিৎসা করালেও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। সেই থেকেই চলছে রইচের শিকলবন্দী জীবন। এ ঘটনায় মামলা হলেও ধরা পড়েনি আসামিরা। উল্টো আসামিদের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে রইচ উদ্দিনের পরিবার।

এসব কথা জানান রইচ উদ্দিনের বাবা জয়নাল শেখ, মা রহিমা বেগম ও সাবেক ইউপি সদস্য বেলাল হোসেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে জামালপুর প্রেসক্লাবে এসে বিচারের দাবিতে কান্নায় ভেঙে পড়েন অসহায় পরিবারটি।

রইচ উদ্দিনের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার চংদরিয়া এলাকায়। তার রয়েছে স্ত্রীসহ দুটি সন্তান। ১০ বছরের ছেলে হুমায়ুন ও ৭ বছরের মেয়ে জান্নাত।

পরিবারটি আরও জানায়, দিনমজুর রইচ উদ্দিন ২০২১ সালের ৭ জুলাই নিজবাড়ি থেকে শ্বশুরবাড়ি চিনিতলা যাচ্ছিলেন। বাগুরপাড়া পৌঁছলে পূর্ব শত্রুতার জেরে মেলান্দহের বয়রাডাঙ্গা গ্রামের হাশেম সরকারের ছেলে তানভির আহমেদ তপু সরকার, আবুল মুনসুর সরকার ও তার ছেলে মোছাব্বির হোসেন রনি সরকার এবং হাসেম সরকার তাকে মারধর করে তার কাছে থাকা বাজারসদাই ও টাকাপয়সা কেড়ে নেয়। মারের চোটে রইচ উদ্দিনের নাক ও কান দিয়ে রক্ত গড়াতে থাকে। পরে তিনি জ্ঞান হারান। তাকে মৃত ভেবে বাড়ির পাশে ফেলে রেখে যায় নির্যাতনকারীরা। পিতার সহায় সম্বল বিক্রি করে চিকিৎসা করালেও পরিপূর্ণ সুস্থ হননি রইচ উদ্দিন। হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্য।
এরপর থেকে এক বছর ধরে তাকে শিকল পড়িয়ে রাখা হয়েছে।

রইচ উদ্দিনের মা রহিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আদালতে মামলা করলেও প্রভাবশালী আসামিরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। তারা মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। নইলে আমাদেরকেও প্রাণে মেরে ফেলবে।

দরিদ্র পরিবারটি উপস্থিত গণমাধ্যম কর্মীদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে রইচ উদ্দিনের সুচিকিৎসা, পরিবারের নিরাপত্তা ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

(আরআর/এএস/জুলাই ২৮, ২০২২)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test