E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিলাইছড়িতে জাতীয় শোক দিবস পালন

২০২২ আগস্ট ১৭ ১৭:৩৪:৩৫
বিলাইছড়িতে জাতীয় শোক দিবস পালন

রিপন মারমা, রাঙামাটি : ইতিহাসের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় রাঙামাটি বিলাইছড়িতে  যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে বুধবার (১৭ আগস্ট)সকালে সাড়ে ১০ টায় বিলাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বিলাইছড়ি আওয়ামীলীগ অঙ্গ সহযোগী সংগঠন উদ্যোগের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী শোক সভা উপলক্ষে প্রথম প্রহরে উপজেলার সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন, পরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সেলাই মেশিন এবং তবারক বিতরন ও দোয়া মাহফিল দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সভায় এস,এম শাহীদুল ইসলাম সঞ্চালনা বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি অভিলাষ তঞ্চঙ্গা সভাপতিত্বে শোক দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, এসময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আঃলীগ সিনিয়র সহ সভাপতি রামাচরন (রাসেল)মারমা, উপজেলা আওয়ামিলীগ সাধারন সম্পাদক প্রহর কান্তি চাকমা, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক, ভদ্রসেন চাকমা, সাথোয়াই মারমা, ৩নং ফারুয়া ইউনিয়ন চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঁঙ্গ্যা, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সাক্ষ্য প্রিয় বড়ুয়া।

সেসময় অতিথি বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির ইতিহাসের সবচেয়ে কালিমাময় দিন। রক্তঝরা এই দিনে জাতি হারিয়েছে তার গর্ব, ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে সে দিন ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে নিজ বাসভবনে বঙ্গবন্ধুর সঙ্গে তার পরিবার-পরিজনকেও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল। কতিপয় বিশ্বাসঘাতক রাজনীতিবিদের চক্রান্তে এবং

একদল বিপথগামী উচ্চাভিলাষী সদস্যের বুলেটের আঘাতে বঙ্গবন্ধুর সঙ্গে সেদিন শাহাদাতবরণ করেছিলেন তার প্রিয় সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব,তিন ছেলে মুক্তিযোদ্ধা শেখ কামাল,সেনা কর্মকর্তা শেখ জামাল ও ১০ বছরের শিশু শেখ রাসেল এবং নবপরিণীতা দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল। প্রবাসে থাকায় জীবন রক্ষা পায় বঙ্গবন্ধুর দুই মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।

সেসময় বক্তারা আরো বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী এবং তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া এবং শ্রদ্ধার সাথে স্বরণ করে বলেন, শোকের মাসে সবাইকে শোক কে শক্তিতে রুপান্তরিত করতে হবে।

বঙ্গবন্ধুর সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ কে আরো শক্তিশালী করে জননেত্রী শেখ হাসিনার অধিনে আগামী জাতীয় নির্বাচনে পুনরায় বাংলাদেশ আওয়ামীলীগ কে জয়যুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।পার্বত্য অঞ্চলে শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে দুর্বার। এখনই সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার অপশক্তি যতোই বাঁধা সৃষ্টি করুক উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সেসময় আঃলীগ অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা উপষ্ঠিত ছিলেন।

(আরএম/এসপি/আগস্ট ১৭, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test