E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে ১ কিলো সড়ক এখন মরণ ফাঁদ! দ্রুত সংস্কার চান এলাকাবাসী

২০২২ সেপ্টেম্বর ২৮ ১৮:৪৮:০২
সুবর্ণচরে ১ কিলো সড়ক এখন মরণ ফাঁদ! দ্রুত সংস্কার চান এলাকাবাসী

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচর উপজেলার জনবহুল এলাকার ১ কিলো সড়ক এখন মরণ ফাঁদ, প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দূর্ঘটনা, ভোগান্তি পোহাতে হচ্ছে অসুস্থ রোগী, স্কুল শিক্ষার্থীসহ এলাকাবাসীকে। দীর্ঘদিন কোন সংস্কার কাজের কোন অগ্রগতি না দেখে  ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী। দ্রুত সংস্কার অথবা পূনর্ণিমান করার জোর দাবী জানান ভুক্তভোগী এলাকাবাসী ও সচেতন মহল।

সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের প্রধান সড়ক বৈরাগী বাজার রাস্তার মাথা ফায়ার সার্ভিস থেকে বৈরাগী বাজার এপর্যন্ত মাত্র ১ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে খান্নাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে, কোথাও কোথাও বড় বড় গর্ত, কোথাওবা ভেঙ্গে গেছে কয়েক মিটার। ঘনবসতিপূর্ণ এ সড়কটিতে হাজার হাজার মানুষের এক মাত্র চলাচলের রাস্তা, প্রতিদিনই শত শত যানবাহন এ সড়কে চলাচল করে, ভাঙ্গা সড়কে ভেগান্তি পোহাতে হচ্ছে পুরো এলাকাবাসীকে। শুধূ এই সড়ক নয় সুবর্ণচওে একইভাবে একাধিক সড়ক রয়েছে চলাচলের অনুপযোগী

স্থানীয় বাসিন্দা, জহির উদ্দিন, মোজাম্মেল হোসেন, সুমন সহ একাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী বলেন, দীর্ঘদিন সড়কটি ভাঙ্গা, নতুন সড়ক টিকছেনা ৩/৪ বছর আবার পুরোনো চিত্রে ফিরে যাচ্ছে সকড় গুলো সরকারের টেকসই উন্নয়ন ব্যাহত হচ্ছে অসাধু চক্রের ঠিকাদারদের নিন্মমানের কাঁচামাল ব্যবহার করার ফলে খুব বেশীদিন সড়ক গুলো টেকসই হয়না। পূজোকে সামনে রেখে দ্রæত এ সড়কটি পূনর্ণিমান অথবা সংস্কার করতে সুবর্ণচর উপজেলার এলজিইডি অফিস, উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ঠ প্রশাসনের দ্রæত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

সুবর্ণচর উপজেলা (এলজিইডি কর্মকর্তা) প্রকৌশলী মোহাম্মদ শাহাজালাল বলেন, এ সড়কের বিষয়ে আমি জানতে পেরেছি সামনে পূজা আমরা অতিদ্রুত সড়কটি সংস্কার করে দেবার ব্যবস্থা গ্রহণ করছি।

সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা বলেন, পূজাকে কেন্দ্র করে সাময়িকভাবে বেশ কয়েটি ভাঙ্গা সড়ক মেরামত করার উদ্যোগ গ্রহন করা হয়েছে খুব শিগ্রই সেগুলোর কাজ শেষ হবে। পরবর্তিতে সগক গুলো বরাদ্ধ পেলে কাজ সম্পাদন করা হবে।

(আইইউএস/এএস/সেপ্টেম্বর ২৮, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test