E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কোন্দলে জর্জরিত ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ

২০২২ অক্টোবর ২০ ১২:০৭:০৬
কোন্দলে জর্জরিত ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহের ছয়টি উপজেলায় আওয়ামী লীগে কোন্দল মাথাচাড়া দিয়ে উঠেছে। নেতাকর্মীরা নানা গ্রুপে বিভক্ত হয়ে পড়ায় কেউ কাউকে তোয়াক্কা করছেন না। প্রায়ই সহিংস আচরণ কিংবা সংঘাত-সংঘর্ষে জড়িয়ে পড়ছেন নেতাকর্মীরা। ফলে দলের মধ্যে ভাঙন সৃষ্টি হয়েছে। বিভক্তি-কোন্দলে হতাশ হয়ে পড়েছেন কর্মী-সমর্থকরা। তাঁদের আশঙ্কা, নেতারা ঐক্যবদ্ধ না হলে আগামী নির্বাচনে ভরাডুবি হতে পারে। এদিকে জেলা নেতাদের অনেকেই কেন্দ্রে পরস্পরের বিরুদ্ধে লাগাতার অভিযোগ দেয়ায় দলীয় ও সাংগঠনিক শৃঙ্খলাও প্রায় ভেঙে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা একটু ভালো। তবে অন্য পাঁচটি উপজেলায় অন্তর্কোন্দলে জর্জরিত ক্ষমতাসীন দলটি। নেতাদের মধ্যেও বিরাজ করছে কোন্দল। এসব উপজেলায় আওয়ামী লীগ দুই থেকে তিন ভাগে বিভক্ত। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের এই কোন্দল নিরসন করতে না পারলে নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের জিতে আসা কঠিন হয়ে উঠতে পারে।

দলীয় কোন্দল সবচেয়ে বেশি দৃশ্যমান হয়েছে সদ্য সমাপ্ত জেলা পরিষদ নির্বাচন ও সদর পৌরসভা নির্বাচনে। নেতাকর্মীরা দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ হিসেবে জেলা নেতৃবৃন্দকে দায়ী করেছেন। অনেক নেতা দলীয় প্রার্থীর প্রতীকের পক্ষে লোক দেখানো কাজ করলেও গোপনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছে। এরমধ্যে জেলা কমিটির নেতৃবৃন্দ স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে আর্থিক লেনদনের মাধ্যমে তাকে পাশ করানোর সুযোগ করিয়ে দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। এ কারণে নেতাকর্মীদের অনেকে জেলা কমিটি ভেঙে দ্রুত সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বে নিয়ে আসার দাবি জানিয়েছেন। কারণ আগামী সংসদ নির্বাচনে যদি এমন হয় তাহলে দলীয় প্রার্থীকেও জেতানো দুঃসাধ্য হয়ে যাবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বর্তমানে ঐক্যবদ্ধ নেই।

নেতাদের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব, পরস্পরের প্রতি অবিশ্বাস, ক্ষোভ ও লোভ কাজ করছে। যার ফলে আগামীতে বড়ধরণের সহিংসতার মত ঘটনা ঘটতে পারে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ ছাড়া এ কোন্দল মেটানো সম্ভব না।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি জানান, বড় দলে কম বেশি কোন্দল থাকে। তবে সংসদ নির্বাচনের সময় আবার আমরা সবাই এক হয়ে যায়। বর্তমানে ঝিনাইদহ পৌরসভা, জেলা পরিষদ নির্বাচনসহ ইউনিয়ন নির্বাচনের পরাজয়ের কারণগুলো আমরা খুঁজছি এবং নিবিড়ভাবে পর্যাবেক্ষণ করছি।

(একে/এএস/অক্টোবর ২০, ২০২২)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test