E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিলেটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

২০২২ অক্টোবর ২০ ১৮:২৪:৫১
সিলেটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

আবুল কাশেম রুমন, সিলেট : প্রতিদিন সিলেটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা। এডিস মশার কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। ১৯ অক্টোবর (বুধবার) থেকে ২৪ ঘন্টায় নতুন করে ৪ জন ডেঙ্গ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় এ পর্যন্ত দুই মাসে সিলেটে ৩৬ জন ডেঙ্গু  রোগে আক্রান্ত হয়েছেন।

সিলেট সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেটে এ পর্যন্ত ৩৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ছিলেন। তবে ইতিমধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৮ জন। তবে হাসপাতালে বৃহস্পতিবার (২০ অক্টোবর) ৯ জন চিকিৎসাধীন আছেন।
চলতি মৌসুমে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ জনে চলতি মৌসুমে গত সেপ্টেম্বরে সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন। আর অক্টোবর মাসে শনাক্ত হন ১৮ জন। এর মধ্যে এক দিনে বুধবার (১৯ অক্টোবর) সিলেটে সর্বোচ্চ ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

সিলেটের ৯ ডেঙ্গু রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন। তবে সকলের শারীরিক অবস্থা এখন ভালো।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার জানিয়েছেন- ডেঙ্গু রোগী বাড়ছে ঠিক, তবে সিলেটে এ নিয়ে আতঙ্কের কিছু নেই। সিলেটে তেমন সংখ্যক রোগী বাড়েনি। যদি রোগী বাড়ে তা হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত এক দিনে সারাদেশে আরও ৮৬৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৩০৪ জনে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ১০৬ জন মারা গেছেন।

(একেআর/এসপি/অক্টোবর ২০, ২০২২)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test