E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেতা লাঞ্ছিতের ঘটনায় পক্ষে-বিপক্ষে বিক্ষোভ সমাবেশ 

২০২২ অক্টোবর ২৯ ১৯:০১:৫০
নেতা লাঞ্ছিতের ঘটনায় পক্ষে-বিপক্ষে বিক্ষোভ সমাবেশ 

শাহনাজ পারভীন, বকশীগঞ্জ : জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কর্তৃক নীলাখিয়া ইউনিয়নের সভাপতিকে মারধোরের ঘটনায় নেতাকর্মীরা বিভক্ত হয়ে পাল্টা-পাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। 

এ ঘটনার নির্যাতিত নেতা সাইফুল ইসলাম খোকা বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ ও তার ভাই সহ-সভাপতি নজরুল ইসলাম সাত্তার সহ অজ্ঞাত ৭/৮ জনকে বিবাদী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। প্রতিবাদে বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পক্ষে-বিপক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

আজ শনিবার লাঞ্ছিত নেতা নীলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকা তার সমর্থকরা বকশিগঞ্জ পৌরশহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিল এন.এম উচ্চবিদ্যালয় মাঠ থেকে বের হয়ে বাজার প্রদক্ষিণ করে বটতলা মোড়ে সমাবেশ করে। সমাবেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বকশিগঞ্জ উপজেলা শাখা সভাপতি আগা সাইয়ুমের সভাপতিত্বে বক্তব্য রেখেছেন বকশিগঞ্জ পৌর মেয়র, পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগর, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মিসেস শিলা সরোয়ার, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক, মারধোরের শিকার নীলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকা, বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এস.এম ওমর আল ফারুক মাস্টার, উপজেলা যুবলীগের সদস্য ফরহাদ হোসেন পলাশ প্রমূখ। বক্তারা সাইফুল ইসলাম খোকাকে নির্যাতনের বিরুদ্ধে উপজেলা সভাপতি নূর মোহাম্মদের পদত্যাগ দাবী করেছে।

একইদিনে বিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদের সমর্থকরা ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম খোকার দায়েরকৃত মিথ্যা মামলা প্রত‍্যাহারের দাবী করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সমবেত হয়। প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু জাফরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাজন মিয়া প্রমূখ।

(এসপি/এসপি/অক্টোবর ২৯, ২০২২)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test