E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

২০২৪ মে ০৫ ১৭:১৪:০৫
দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙামাটির লংগদুতে ২ ছাত্রকে বলাৎকারের অভিযোগে ফারুক আহমেদ নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে।

জানা গেছে, লংগদুর দুর্গম গুলশাখালী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের রাজনগর রাজারবাগী মাদ্রাসার ৩য় শ্রেণীর নাবালক দুই শিশুকে বলৎকারের অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার সহকারী শিক্ষক ফারুক আহমদের বিরুদ্ধে।

অনুসন্ধানে জানা গেছে, শিক্ষক ফারুক আহমেদ বাগান থেকে বাঁশ আনবে বলে শিশু দুজনকে বাঁশ বাগানে নিয়ে যায়। পরে গাছে পাতানো টঙ ঘরে বলাৎকার করে বলে জানা যায়। এই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও একই মাদ্রাসার ৩য় শ্রেণীর অন্য একজন ছাত্রকে বলৎকারের অভিযোগ উঠলে এলাকার মানুষজন তা স্থানীয় ভাবে সমাধান করে দেন। কিন্তু দীর্ঘদিন ধরে মানুষের দৃষ্টির অগোচরে তিনি এসব অপকর্মে লিপ্ত আছেন বলে ক্ষোভ স্থানীয়দের।

বলাৎকারের শিকার শিশুদের একজনের পক্ষে চাচা জালাল এবং অন্যজনের পক্ষে বাবা শহিদ জানায়, একজন শিক্ষক যদি এমন আচরণ করে তাহলে আমাদের সন্তান কার কাছে নিরাপদ থাকবে? আমাদের সন্তানদের মিথ্যা কথা বলে জঙ্গলে নিয়ে এসব করে। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি। মুখোশের আড়ালে থাকা এমন দুষ্টু লোকদের আমরা সঠিক বিচার দাবি করছি।

বিষয়টি নিয়ে কথা হলে মাদ্রাসা প্রধান মাওলানা হাফিজ বলেন, গতকাল শুক্রবার আমাদের মাদ্রাসা বন্ধ ছিলো। ফারুক স্যার আমাকে কল দিয়েছিলো, তিনি উপরের বাগান থেকে কিছু বাঁশ আনবে। সেই সুবাদে মাদ্রাসার ছাত্রদের সাথে নিয়ে যায়। পরবর্তীতে লোক মুখে শুনি তিনি সে-ই ছাত্রদের বলাৎকার করেছে। যদি এর সত্যতা পাই তাহলে প্রাতিষ্ঠানিক ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় ইউপি সদস্য গোলাম মাওলা বলেন, শিশুদের পরিবার আমার কাছে আসলে উভয় পক্ষকে নিয়ে বসি। দুই পক্ষের কথা শুনে আমি তাদের আইনের আশ্রয় নিতে সহযোগিতা করি।

গুলশাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পর আমি বিষয়টি জানার চেষ্টা করি এবং পরবর্তীতে তাদের কথা শুনে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ প্রদান করি।

গুলশাখালী পুলিশ ফাঁড়ি ইনচার্জ ওলি উল্লাহ জানান, বিষয়টি আমাদের নজরে আসলে অভিযুক্ত ফারুক আহমদকে জিজ্ঞেসাবাদের জন্য ফাঁড়িতে নিয়ে আসি। পরে তাকে লংগদু থানায় হস্তান্তর করি।

লংগদু থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা অভিযোগ আমলে নিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, অভিযুক্ত এই মাদ্রাসা শিক্ষক ফারুক আহমেদ বাংলাদেশ পুলিশের সাবেক সদস্য ছিলেন এবং বর্তমানে গুলশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদে আছেন। তবে তার বিরুদ্ধে পূর্বেও বলাৎকারের নানান অভিযোগ রয়েছে।

(আরএম/এসপি/মে ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test