E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে হবে’

২০২২ নভেম্বর ০৮ ১৭:২৬:৪৪
‘শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে হবে’

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন যেমন তৃণমূল পর্যন্ত পৌঁছে দেয়া হয়; তেমনি সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজের অসহায় ও শ্রমজীবিদের উন্নয়নসহ সার্বিক উন্নয়নের সুফলের বার্তাও ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত তৃনমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে। এই উন্নয়নের বার্তা পৌঁছে দেয়া সরকারের প্রতিনিধি হিসেবে সবার দ্বায়িত্ব।’

বর্তমান সরকার দেশের সমস্টিক উন্নয়নের সাথে খাদ্য ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় তৃণমুল পর্যায়ে দরিদ্র জনগোষ্টিসহ সকলকে সম্পৃৃক্ত করেছেন, তেমনি ওই সকল জনগোষ্ঠিকে সরকারের সামগ্রিক উন্নয়নের বার্তা পৌঁছে দিতে নির্বাচিত জনপ্রতিদের আহ্বান জানিয়ে প্রধান অতিথীর বক্তব্য রাখেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী), স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের অন্যতম সদস্য, জাতির পিতার ভাগ্নে, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি।

আগৈলঝাড়া উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে মঙ্গলবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হল রুমে আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার নির্বাচিত চেয়ারম্যানদের সাথে সার্বিক উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি।

গৌরনদী ও আগৈলঝাড়া দুই উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছ, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সভাপতি জয়নাল আবেদীন, আগৈলঝাড়া উপজেলা পরিষদ ভাইস চোরম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, গৌরনদী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, ফরহাদ হোসেন মুন্সি, আগৈলঝাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলতুন নেছা নাজমা, গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান আরা বেগমসহ গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ১২টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানগন।

এসময় দুই উপজেলায় জনসংখ্যার হার অনুযায়ি ভিডব্লিউভি কার্ডসহ সকল উন্নয়নের সুসম বন্টনের জন্য মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহকে ধন্যবাদ জ্ঞাপন করেন নির্বাচিত জনপ্রতিনিধিরা।

(টিবি/এসপি/নভেম্বর ০৮, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test