E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালন

২০২২ নভেম্বর ২৫ ১৮:৫৩:২২
ফরিদপুরে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালন

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত উপলক্ষে দুর্বার নেটওয়ার্ক ফরিদপুর অঞ্চল এর উদ্যোগে একটি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার দুর্বার নেটওয়ার্ক এর সভাপতি হিরুন নাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম সদস্য ফারজানা মোর্শেদ মিতা, সবিতা বৈরাগী, নার্গিস বেগম , তাহমিনা জালাল, রেহেনা পারভীন রানী প্রমূখ।

সভায় বক্তারা নারীর উপর যেকোনো ধরনের সহিংসতা সহ সংক্রান্ত সকল প্রকার আইন বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পরিবিক্ষন ও প্রতিবন্ধকতা দূর করতে যথাযথ কর্তৃপক্ষের পদক্ষেপ গ্রহণ, নারীর প্রতি সহিংসতার ঘটনা তদন্তের স্বার্থে সম্পৃক্ত পুলিশ চিকিৎসকসহ ও সংশ্লিষ্ট কর্তাকে জবাব দিহি নিশ্চিত করন, নারীর প্রতি মর্যাদা সম্পন্ন দৃষ্টিভঙ্গি আচরণ তৈরি লক্ষে থানা হাসপাতাল আদালতকে প্রশিক্ষণ প্রদান সহ সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ, পাঠ্যসূচিতে নারীর প্রতি অসম্মানজনক ও বৈষম্যমূলক বিষয় এবং ভাষা ও শব্দ বাতিল করার আহ্বান জানানো হয়।

(ডিসি/এসপি/নভেম্বর ২৫, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test