E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজস্থলীতে উন্নয়ন কাজের উদ্বোধন

‘পার্বত্যঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক’

২০২২ নভেম্বর ২৬ ১৭:৫৫:২৪
‘পার্বত্যঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক’

রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটি রাজস্থলী উপজেলা চার কোটি ৬০ লক্ষ টাকার উন্নয়ন কাজে উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) আজ শনিবার সকাল সাড়ে দশটা দিকে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের -এর অর্থায়নে বাঙ্গালহালিয়া সরকারি কলেজের একাডেমিক ভবন ৯৫ লক্ষ টাকা, আই,সি টি ভবন ৮০ লক্ষ টাকা, ছাত্রাবাস ভবন ৯০ লক্ষ টাকা, সীমানা প্রাচীর ৫৫ লক্ষ টাকা ও শহীদ মিনার নির্মাণ কাজসহ বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া বৌদ্ধ বিহার ও বাঙ্গালহালিয়া ডাকবাংলা পাড়া বৌদ্ধ বিহারের দুই তালা ভবন ৭০ লক্ষ টাকা, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সীমানা প্রাচীর নির্মাণ ৩০ লক্ষ টাকা আগাপাড়া অনাথ আশ্রমের ভবন নির্মাণ ৪০ লক্ষসহ বিভিন্ন ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বীর বাহাদুর উশৈসিং বলেন, দেশের উন্নয়ন, সম্প্রীতি ও শান্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন। পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার মানুষের জন্য তিনি বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করেছেন, গৃহহীন মানুষকে ঘর দিয়ে পুনর্বাসন করেছেন। পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছেন।

মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন, পার্বত্যঞ্চলে উন্নয়ন কার্যক্রমের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক, তাই পার্বত্য বাসীর চিন্তার কিছুই নেই, এলাকায় সব ক্ষেত্রেই উন্নয়ন সাধিত হচ্ছে এবং আগামীতেও চলমান থাকবে।

এ সময় অনুষ্ঠানে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মঞ্জরুল আলম, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাস, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুসার চাকমা, সহকারী প্রকৌশলী ত্রায়া সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, বাঙ্গালহালিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক মিয়া, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, জেলা উপজেলার স্থানীয় প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার একদম , জনপ্রতিনিধি এবং রাজনৈতিক- সামাজিক নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে

বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমার নিমন্ত্রণে প্রতিভোজে অংশগ্রহণ করা হয় মন্ত্রী কলেজ প্রবেশ পথে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত টেকসই সামাজিক সেবা প্রকল্পের মাঠ কর্মকর্তা কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানান।

ডাকবাংলা পাড়া নব নির্মিত বৌদ্ধ বিহার শুভ উদ্বোধন ও উৎসর্গ অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন, উপ সংরাজ ভদন্ত ঞানুতারা মহাথের ,ভদন্ত ঞানাওয়াইসা মহাথের, ভদন্ত ভদন্ত পামোখা মহাথের,ভদন্ত নাগাওয়াইসা মহাথের, ভদন্ত পঞঞাদীপা মহাথের,ভদন্ত খেমাচারা মহাথের।

এসময় অনুষ্ঠানে প্রধান দায়ক হিসেবে ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বিশেষ দায়ক ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, জেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাস।

এসময় আরো দায়ক হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুই খই মারমা, বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাইহ্লাঅং মার্মা, রাজভিলা ইউপি চেয়ারম্যান ক্যাঅংপ্রু মারমা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পুলক বড়ুয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুইচাপ্রু মারমাসহ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ।

ডাক বাংলা পাড়া বৌদ্ধ বিহার নির্মাণে বরাদ্দ দেওয়ায় উৎসর্গ অনুষ্ঠানে সংঘ প্রধান ও বিহার অধ্যক্ষ ভদন্ত ঞানাওয়াইসা মহাথের পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে স্বর্ণের নৌকা উপহার প্রদান করেন।

(আরএম/এসপি/নভেম্বর ২৬, ২০২২)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test