E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপ্তাইয়ে জিপিএ-৫ পেয়েছে ১৩৪ শিক্ষার্থী

২০২২ নভেম্বর ২৮ ১৭:৩৯:৩৭
কাপ্তাইয়ে জিপিএ-৫ পেয়েছে ১৩৪ শিক্ষার্থী

রিপন মারমা, কাপ্তাই : রাঙামাটি জেলা কাপ্তাই উপজেলা হতে এইবছর এসএসসি পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৪ জন পরীক্ষার্থী যার মধ্যে পাশ করেছেন ৮ শত ৫১ জন এবং শতকরা পাশের হার ৮৪.৭৬%। মোট জিপিএ – ৫ পেয়েছে ১ শত ১৩ জন।

তৎমধ্যে কাপ্তাই উপজেলার ১২টি বিদ্যালয়ের মধ্যে কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ হতে সর্বোচ্চ জিপিএ – ৫ পেয়েছে ৬৮ জন । এইবারও জিপিএ – ৫ এর বিবেচনায় রাংঙামাটি জেলার মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ।

এদিকে দাখিল পরীক্ষায় কাপ্তাইয়ে পাশের হার ৯৯.২৭%। এইবছর উপজেলার ২ টি মাদ্রাসা হতে ১ শত ৩৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১শত ৩৬ জন পরীক্ষার্থী।

তৎমধ্যে কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা হতে ১২১ জন অংশ নিয়ে সকলে পাস করেছে,অর্থাৎ শতভাগ পাস করেছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই প্রতিষ্ঠান হতে ২১ জন জিপিএ – ৫ পেয়েছেন। সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১ টায় কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস হতে এই ফলাফল সংগ্রহ করা হয়।

এইসময় কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান গণমাধ্যম'কে জানান, কাপ্তাই উপজেলায় ভালো ফলাফল অর্জনে আমি কাপ্তাই ইউএনও, জেলা শিক্ষা অফিসার, সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং মাধ্যমিক শিক্ষা পরিবারের সকলকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।

(আরএম/এসপি/নভেম্বর ২৮, ২০২২)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test