E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাঞ্ছারামপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

২০১৪ এপ্রিল ২৮ ২১:৫৮:২২
বাঞ্ছারামপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তাতুয়াকান্দি ও পাইকারচর গ্রামবাসীর সংঘর্ষে গোলাপ মিয়া (২০) নামে একজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন।

সোমবার দুপুরে তুচ্ছ ঘটনা নিয়ে দু’দলের মধ্যে এ সংঘর্ষ হয়। দু’পক্ষই ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

পরে সোমবার রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাপ মিয়া মারা যান। নিহত গোলাপ পাইকারচর গ্রামের হোসেন মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান, সোমবার সকালে পাইকারচর গ্রামের জব্বার চেয়ারম্যানের সঙ্গে তাতুয়াকান্দি গ্রামের আওয়ামী লীগ নেতা মো. ইকবাল হোসেনের কথা কাটাকাটি হয়।

দুপুরে এর জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় বুকে টেটাবিদ্ধ হয়ে গোলাপ হোসেন মারাত্মক আহত হন। এছাড়া ককটেলের স্প্লিন্টারের আঘাতে শুক্কুর আলী নামে এক পথচারীও মারাত্মক আহত হন।

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হন। শুক্কুর আলীকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা গ্রেফতার হওয়ার ভয়ে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকা শান্ত রাখতে দুই গ্রামেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।


(ওএস/এইচআর/এপ্রিল ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test