E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বোয়ালমারীতে কিশোর-কিশোরী ক্লাবের কেরাম প্রতিযোগিতা

২০২২ ডিসেম্বর ২০ ১৭:০৬:০৪
বোয়ালমারীতে কিশোর-কিশোরী ক্লাবের কেরাম প্রতিযোগিতা

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সমৃদ্ধি প্রকল্পের আর্থিক সহযোগিতায় সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি এসডিসি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চন্দনী গ্রামে নদের চাঁদ -উমরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে কিশোরদের এক কেরাম প্রতিযোগিতার আয়োজন করে।

পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন কিশোর-কিশোরীদেরকে মাদক মুক্ত রেখে বই পড়ার মাধ্যমে সৃজনশীল কাজের মাধ্যমে ইতিবাচক প্রতিযোগিতার মানসিকতা সৃষ্টির লক্ষে উপজেলার ১০ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গড়ে তুলেছে কিশোর-কিশোরী ক্লাব।

কৈশর কর্মসূচির উপজেলা কো-অর্ডিনেটর মোছা. শাহিনা আক্তার বলেন, কিশোর-কিশোরী ক্লাব গঠনের উদ্দেশ্য হলো, কিশোর-কিশোরীদের লেখা পড়ার পাশাপাশি শারিরিক ও মানসিক বিকাশ ঘটানো, মাদক, ইভটিজিং সহ সকল প্রকার অসামাজিক কার্যকলাপ থেকে মুক্ত রেখে নীতিনৈতিকতা ও মূল্যবোধ সৃষ্টি করে আদর্শ মানুষ হিসাবে দেশের জন সম্পদ হিসাবে গড়ে তোলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ইউনিয়ন পরিষদের ১ নং ওয়াডের মেম্বর মো. আবু দাউদ আমিন। সার্বিক সহযোগিতা করেন, কিশোর-কিশোরী ক্লাবের স্বেচ্ছাসেবক মো. শহীদুল ইসলাম।

(কেএফ/এসপি/ডিসেম্বর ২০, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test