E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শৈলকুপায় স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

২০২২ ডিসেম্বর ২৩ ১৭:৫২:২০
শৈলকুপায় স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শেখ ইমন, শৈলকুপা : ঝিনাইদহের শৈলকুপায় ‘স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন’র আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে শৈলকুপা মহিলা ডিগ্রি কলেজ,গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এতে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ১৭শ ছাত্র-ছাত্রী অংশ করে। 

২০১১ সাল থেকে নিয়মিতভাবে অরাজনৈতিক এ সংগঠনটি শিক্ষামূলক এ বৃত্তির আয়োজন করে আসছে। যাতে চতুর্থ শ্রেণি থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। শতকরা ৭০ নাম্বার পেলে তাকে সাধারণ বৃত্তির আওতায় আনা হয়। এবং ৮০ নাম্বার পেলে ট্যালেন্টপুলে বৃত্তি দেওয়া হয়

সাধারণ বৃত্তিতে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের এককালীন ৬শ টাকা করে দেওয়া হয় এবং ট্যালেন্টপুলে বৃত্তি পেলে এককালীন ১ হাজার টাকা দেওয়া হয়। পঞ্চম,ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর সাধারণ বৃত্তির জন্য এককালীন ৭শ টাকা এবং ট্যালেন্টপুলে বৃত্তির জন্য এককালীন ১২শ টাকা প্রদান করা হয়। অষ্টম ও নবম শ্রেণীর সাধারণ বৃত্তির জন্য ১হাজার টাকা এককালীন নগদ সহায়তা এবং ট্যালেন্টপুলে বৃত্তি পেলে এককালীন ১৪শ টাকা নগদ সহায়তা দেওয়া হয়ে থাকে।

এ ব্যাপারে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালক আল ইমরান জানান,স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন একটি অরাজনৈতিক এবং শিক্ষামূলক বৃত্তি প্রদানকারী সেবামূলক প্রতিষ্ঠান। যা শুরু থেকে এখন পর্যন্ত সফলতার সাথে এ কার্যক্রম পরিচালনা করে আসছে। সকলের সহযোগিতা পেলে আগামী দিনগুলোতেও এ আয়োজন অব্যাহত থাকবে ।

প্রসঙ্গত,২০২১ সালের ‘স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় মোট ১৬শ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে বৃত্তি পায় ১৯০ জন। তারই ধারাবাহিকতায় এবছর তিনটি কেন্দ্রে মোট ১৭শ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা শেষ হয়েছে।

(এসআই/এসপি/ডিসেম্বর ২৩, ২০২২)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test