E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

একদিনে পেনশন নিষ্পত্তি

প্রশংসায় ভাসছেন নীলফামারী হিসাবরক্ষণ কার্যালয়ের আব্দুল খালেক 

২০২৩ ফেব্রুয়ারি ২৭ ১৮:৩২:১০
প্রশংসায় ভাসছেন নীলফামারী হিসাবরক্ষণ কার্যালয়ের আব্দুল খালেক 

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : মাত্র দুই দিনে পেনশন নিষ্পত্তিতে আব্দুল খালেকের উদ্ভাবন অনুকরণীয় দৃষ্টান্ত' ২৯ ডিসেম্বর উত্তরাধিকার ৭১ নিউজে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। গত বছরের ৩১ ডিসেম্বর 'দৈনিক বাংলা ৭১' পত্রিকায় শেষ পৃষ্ঠার প্রধান শিরোনাম 'দুই দিনে পেনশন নিষ্পত্তি, খালেকের উদ্ভাবন অনুকরণীয়' শীর্ষক এমন আরও একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘নীলফামারী জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা চাকরী থেকে অবসরে গিয়ে মাত্র দুই কর্ম দিবসে পেনশনের কাগজপত্র হাতে পেয়ে যাচ্ছেন। পেনশন প্রক্রিয়ার এই সহজীকরণ উদ্ভাবন করে চারদিকে হইচই ফেলে দিয়েছেন ইনোভেশন সার্কেলের শ্রেষ্ঠ কর্মকর্তা জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার আব্দুল খালেক।’

আব্দুল খালেকের এই সাফল্য তাঁর দ্বায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে, কেননা, এখন পেনশন নিষ্পত্তিতে দুই দিন নয়, এক দিনেই মিলছে পেনশন।

নীলফামারী সদর উপজেলার রামনগর খামাতপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। তিনি চলতি বছরের ১১ জানুয়ারি অবসরে যান। পেনশন নিষ্পত্তির জন্য ১৫ জানুয়ারি নীলফামারী জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে আবেদন করেন। একই দিনে তার পেনশনের নিষ্পত্তি হয় এবং পেনশনের টাকা ব্যাংক থেকে উত্তোলন করেন।

চলতি বছরের ২০ ফেব্রুয়ারি হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় থেকে হিসাব মহানিয়ন্ত্রক নুরুল ইসলাম ইনোভেশন সার্কেলের শ্রেষ্ঠ কর্মকর্তা নীলফামারী জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার আব্দুল খালেকের কাছে একটি প্রশংসাপত্র পাঠিয়েছেন। এই প্রশংসাপত্রে উল্লখ করা হয়েছে-’সিটিজেন চাটার মোতাবেক দ্রুতার সাথে পেনশন আনুতোষিক চেক হস্তান্তর এবং সম্মানিত পেনশনারগণের প্রতি সিজিএ মহোদয়ের সেবা প্রদানের প্রতিশ্রুতি বিষয়ক নিদেশনা দেশব্যাপী বাস্তবায়িত হচ্ছে। সম্প্রতি হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের আওতাধীন ডিএএফও/নীলফামারী এর ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার আব্দুল খালেক অবসরের পরদিন একজন প্রধান শিক্ষককে পেনশনের চেক প্রদান করেছেন এমন সংবাদ প্রকাশিত হয়েছে।

এছাড়াও জানা যায় তিনি সেবা প্রদানের ক্ষেত্রে যথেষ্ট আন্তরিক এবং তার দপ্তরে কোন পেনশনের ফাইল অনিষ্পত্তি অবস্থায় পড়ে থাকে না। সেবা প্রদানের ক্ষেত্রে তাঁর আন্তরিকতা ও নিষ্ঠায় হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এর আওতাধীন সকল কর্মকর্তা/কর্মচারীগণ গর্বিত। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার আব্দুল খালেক কে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন এবং তাঁর দীর্ঘায়ূ ও সফলতা কামনা করেছেন।

(ওকে/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test